থার্মিস্টর ব্যবহার করে একটি স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সার্কিট চিত্রে দেখানো হয়েছে
এখানে ড্রাইভার ট্রানজিস্টরের বেস বায়াসকে থার্মিস্টর দ্বারা নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বেস বায়াস হিসেবে কাজ করে। যখন হিটারের তাপমাত্রা বাড়ে তখন থার্মিস্টরের resistivity কমে যায় । ফলেথার্মিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ বা ট্রানজিস্টরের বেস বায়াস কমে যায় । যার ফলে হিটারের মধ্য দিয়ে কম পরিমান কারেন্ট প্রবাহিত হয় আর হিটারের তাপমাত্রা কমে যায়। আবার যদি কোনো কারণে হিটারের তাপমাত্রা কমে যায় তবে থার্মিস্টরের resistivity বেড়ে যাওয়ায় ট্রানজিস্টরের বেস বায়স বেড়ে যায় এবং এর মধ্য দিয়ে বেশি পরিমান কারেন্ট প্রবাহিত হয় যার ফলে তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ হিটারের তাপমাত্রা সর্বদা নির্দিষ্ট থাকে । সুতরাং হিটারের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন