যেকোন ইলেকট্রিক্যাল সিস্টেমের ইন্সুলেশন রেজিস্ট্যান্স নিয়মিত পরীক্ষা করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাপমাত্রা, আদ্রতা এবং পারিপার্শ্বিক অবস্থা ইন্সুলেশনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। আর ক্ষতিগ্রস্ত ইন্সুলেশন সিস্টেমের জন্য বড় ধরনের ঝুঁকি বহন করে যা জীবন ও সম্পদের ক্ষতির কারণ হতে পারে।
ইন্সুলেশন টেস্ট কি
আমরা আগেই জেনেছি ইন্সুলেশন ভালো থাকলে রেজিস্টেন্স বেশি থাকে আর খারাপ বা দুর্বল হয়ে গেলে রেজিস্টেন্স কমে যায়। এই নীতির উপর ভিত্তি করে সাধারণত ইন্সুলেটরের রেজিস্টেন্স টেস্ট করা হয়ে থাকে। কোন ইনসুলেটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স যাচাই করার জন্য যে টেস্ট বা পরীক্ষা করা হয় তাকে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বা ইন্সুলেশন টেস্ট বলা হয়।আরেকটি বিষয় জানা থাকা দরকার কোন ইলেকট্রিক্যাল সিস্টেম যখন ছোট আকৃতির হয় (যেমন হাউজ ওয়্যারিং অথবা বাসা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মোটর) তখন সাধারণভাবে ইন্সুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করলে কাজ চলে কিন্তু সিস্টেম যখন বড় হয় তখন এতে বিশাল আকারের ক্যাপাসিটর তৈরি হয়। এভাবে উৎপন্ন ক্যাপাসিটরের প্রভাবে ইন্সুলেশন রেজিস্ট্যান্স টেস্ট সাধারণভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তখন এই টেস্ট বিশেষভাবে সম্পাদন করতে হয়।
মেগার/মেগাওহম মিটারে ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ |
একটু সময় নিয়ে ইনসুলেটরের রেজিস্ট্যান্সের মান গুলো ভালোভাবে তালিকাবদ্ধ করে পর্যবেক্ষণ করলে এর গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব।ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের তিনটি মৌলিক নিয়ম হল—
১। শর্ট টাইম বা স্পট রিডিং টেস্ট
২। টাইম-রেজিস্ট্যান্স পদ্ধতি
৩। স্টেপ ভোল্টেজ পদ্ধতি
১। শর্ট টাইম বা স্পট রিডিং টেস্ট
এই পদ্ধতিতে ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য পরীক্ষণ উপকরণটিকে/নমুনাকে মেগার/মেগাওহম মিটারের সাথে কেবল সংযুক্ত করে সংক্ষিপ্ত, নির্দিষ্ট সময়কালের জন্য চালিত করতে হবে (60 সেকেন্ড সাধারণত প্রস্তাবিত)। আপনি যদি ব্যবহারিক কোন সার্কিট নিয়ে কাাজ করে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন 30 সেকেন্ডের প্রাপ্ত ফলাফল 60 সেকেন্ডে প্রাপ্ত রেজিস্ট্যান্সের চেয়ে কম। উপরে উল্লেখিত ঘটনাটি নিচের গ্রাফ চিত্রেের মাধ্যমে উপস্থাপন করাা হয়েছে। তবে মনে রাখতে হবে ইন্সুলেশনের ধরন, তাপমাত্রা, আদ্রতা এবং এর পারিপার্শ্বিক অবস্থা ইন্সুলেশন পরীক্ষাকে প্রভাবিত করতে পারে।শর্ট টাইম বা স্পট রিডিং টেস্ট |
আপনি যে উপকরণটি(ক্যাবল বা মেশিন) পরীক্ষা করছেন তা যদি খুব ছোট ক্যাপাসিট্যান্সের হয়ে থাকে যেমন হাউস ওয়্যারিংয়ের স্বল্প দূরত্বের তার, তাহলে স্পট রিডিং টেস্টই যথেষ্ট।
তবে, পাওয়ার সিস্টেমে ব্যবহৃত বেশিরভাগ উপকরণই ক্যাপাসিটিভ(কারণ এতে ব্যবহৃত পরোতে পরোতে ইনসুলেটর ক্যাপাসিটরের ডাই-ইলেকট্রিকের ন্যায় কাজ করে এবং কারেন্ট পরিবাহি তার ধাতব প্লেটের ন্যায় কাজ করে)। আর তাই পাওয়ার প্ল্যান্টের কোন উপকরণের উপর আপনার প্রথম স্পট রিডিং টেস্ট, এর ইনসুলেশন রেজিস্ট্যান্স (ভালো/খারাপ) সম্পর্কে মোটামুটি একটি ধারণা প্রদান করলেও গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না।
তবে, পাওয়ার সিস্টেমে ব্যবহৃত বেশিরভাগ উপকরণই ক্যাপাসিটিভ(কারণ এতে ব্যবহৃত পরোতে পরোতে ইনসুলেটর ক্যাপাসিটরের ডাই-ইলেকট্রিকের ন্যায় কাজ করে এবং কারেন্ট পরিবাহি তার ধাতব প্লেটের ন্যায় কাজ করে)। আর তাই পাওয়ার প্ল্যান্টের কোন উপকরণের উপর আপনার প্রথম স্পট রিডিং টেস্ট, এর ইনসুলেশন রেজিস্ট্যান্স (ভালো/খারাপ) সম্পর্কে মোটামুটি একটি ধারণা প্রদান করলেও গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না।
২। টাইম রেজিস্ট্যান্স পদ্ধতি:
এই পদ্ধতিতে ইন্সুলেশন পরীক্ষণের জন্য মেগা-ওহমমিটারকে উপকরণের সাথে ১ থেকে ১০ মিনিট পর্যন্ত সংযুক্ত রাখতে হয় এবং নির্দিষ্ট সময় পরপর পাঠ নিতে হয়। ইন্সুলেশন পরীক্ষণের এই পদ্ধতির উপর তাপমাত্রা জনিত কোন প্রভাব থাকে না। ফলে এ সংক্রান্ত কোন সংশোধনেরও প্রয়োজন পড়ে না। পরীক্ষা চলাকালীন সময়ে তাপমাত্রা স্থির থাকলেই চলে।
পূর্বে ইন্সুলেশন টেস্টের কোন তথ্য না থাকলেও এ পরীক্ষা হতে ইনসুলেশন রেজিস্ট্যান্স এর গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব। টাইম রেজিস্ট্যান্স টেস্ট নিম্নোক্ত দুভাবে করা যায়—
টাইম রেজিস্ট্যান্স পদ্ধতি |
পূর্বে ইন্সুলেশন টেস্টের কোন তথ্য না থাকলেও এ পরীক্ষা হতে ইনসুলেশন রেজিস্ট্যান্স এর গুণগত মান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব। টাইম রেজিস্ট্যান্স টেস্ট নিম্নোক্ত দুভাবে করা যায়—
ক. পোলারাইজেশন ইনডেক্স
এ পদ্ধতিতে দুটি পাঠ এর মধ্যে একটি এক মিনিটে এবং অন্যটি ১০ মিনিটে নেয়া। হয় এখানে ১০ মিনিটে প্রাপ্ত মান এবং এক মিনিটে প্রাপ্ত মানের অনুপাতকে পোলারাইজেশন ইনডেক্স বলা হয়। এই অনুপাত হতে ইনসুলেশন এর গুণগত মান যাচাই করা সম্ভব। IEEE কর্তৃক প্রদত্ত আদর্শ অনুযায়ী পোলারাইজেশন ইনডেক্স হতে ইন্সুলেশন যাচাই করার জন্য নিচের তালিকা অনুসরণ করা যেতে পারে।খ. ডাইইলেকট্রিক অ্যাবযার্বশন রেশিও
এ ক্ষেত্রে পরীক্ষণ কাল এক মিনিট স্থায়ী হয়। ১ মিনিট এবং ৩০ সেকেন্ডে প্রাপ্ত ইন্সুলেশন রেজিস্ট্যান্স এর মানের অনুপাতকে ডাইইলেকট্রিক অ্যাবযার্বশন রেশিও (Dielectric Absorption Ratio) সংক্ষেপে DAR বলে। DAR নির্ণয় করার পর নিচের তালিকা অনুযায়ী ইন্সুলেশন রেজিস্ট্যান্স এর গুনাগুন যাচাই করা যায়।PI | DAR | ইন্সুলেশন এর অবস্থা |
---|---|---|
<২.০ | <১.২৫ | ভালো না/সন্দেহ জনক |
২-৪ | ১.২৫-১.৬০ | ভালো |
>৪.০ | >১.৬০ | খুব ভালো |
ইন্সুলেশন টেস্ট ভাল হলে কত ওহমস দেখাবে
উত্তরমুছুনঅপারেটিং ভোল্টেজের প্রতি ১০০০ ভোল্টের জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্স ন্যূনতম এক মেগোম হওয়া উচিত। উদাহরণস্বরূপ, ২৪০০ ভোল্টের মোটরের ন্যূনতম ইনসুলেশন রেজিস্ট্যান্স ২.৪ মেগোহাম থাকা উচিত।
মুছুনগুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম ধন্যবাদ বস্।
উত্তরমুছুন