প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

সলিড স্টেট রিলে Solid State Relay বা SSR সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি এক ধরনের  ইলেকট্রনিক সুইচ। SSR এর নিয়ন্ত্রণকারী দুই প্রান্তে নিম্ন মানের ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে সংযুক্ত লোডকে অন/অফ করা যায়। এস এস আর এসি অথবা ডিসি দুই ধরনের ইলেকট্রিক্যাল লোডের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। সলিড স্টেট রিলে ইলেকট্রোম্যাগনেটিক রিলের মতই কাজ করে তবে এতে কোনো চলমান যন্ত্রাংশ নাই।

বাজারে যেসকল সলিড স্টেট রিলে পাওয়া যায় সেগুলো মূলত পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস যেমন থাইরিস্টর বা ট্রানসিস্টর দ্বারা তৈরি আর এই solid-state সুইচ গুলো প্রায় 100 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিবহন করতে পারে। দ্রুতগতির সুইচিং বৈশিষ্ট্যের জন্য সলিড স্টেট রিলে সাধারণ ইলেকট্রো-মেকানিক্যাল রিলের পরিবর্তে ব্যবহার করা হয়। তবে দ্রুতগতির সুইচিং এর পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন  গ্রহণযোগ্য লোডের কথা মাথায় রেখে এই রিলে ব্যবহার করা উচিত। এছাড়া এ রিলের আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে এটি সাধারনত সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো অর্থাৎ SPST সুইচ হিসেবে তৈরি হয়। তবে একাধিক রেলের প্যারালাল বা সিরিজ করে এই সীমাবদ্ধতা দূর করা সম্ভব।

ডিসি লোডের জন্য রিলে প্যাকেজিং এ এক বা একাধিক মসফেট ব্যবহার করা হয়। এক্ষেত্রে লোড এর আকৃতির উপর ভিত্তি করে মসফেট ব্যবহার করা হয়। বড় ধরনের লোডের ক্ষেত্রে একাধিক মসফেট এর প্যারালাল অ্যারে ব্যবহার করা হয়। কিন্তু এসি ব্যবস্থাপনায় মসফেট এভাবে ব্যবহার করা যায় না। কারণ মসফেটকে স্ট্যাটিক ভোল্টেজ এর হাত থেকে রক্ষা করার জন্য যে ডায়োড সংযুক্ত করে দেয়া থাকে তা বিপরীত দিক থেকে কারেন্ট প্রবাহ করে। এ সমস্যা দূর করার জন্য দুটি মসফেটকে ব্যাক-টু-ব্যাক ব্যবস্থাপনায় যুক্ত করা হয়। এক্ষেত্রে দুটি মসফেটের সোর্স প্রান্তকে একত্রে সংযুক্ত করে ব্যবহার করা হয়।

এসি সার্কিটের জন্য এসসিআর এবং ট্রায়াক দিয়ে তৈরি স্ট্যাটিক রিলে শূণ্য লোড কারেন্টে এমনিতেই সুইচ অফ হয়ে যায়। এক্ষেত্রে সাইন ওয়েভের অ্যামপ্লিচিউড এর মাঝামাঝি কোথাও লোডে কারেন্ট সরবরাহ কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। এতদ্বসত্ত্বেও সলিড স্টেট রিলে  হিসেবে এসসিআর বা ট্রায়াক এসি সার্কিটে ব্যবহার সুবিধাজনক।

সলিড স্টেট রিলের কন্ট্রোল ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজকে পৃথক রাখার জন্য সাধারণত কোন না কোন আইসোলেটর ব্যবহার করা হয়। আইসোলেটর হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই অপটো-কাপলার ব্যবহার করা হয়।

ইলেক্ট্রোমেকানিকাল ডিভাইসের বিপরীতে সলিড স্টেট রিলের ব্যবহারিক সুবিধা সমূহ নিম্নরূপ

১. অনুরূপ ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যের যান্ত্রিক রিলে তুলনায় স্বভাবত ছোট, পাতলা এবং শক্ত প্যাকিংয়ের তৈরি।
২. সম্পূর্ণ নিঃশব্দ অপারেশন।
৩. এসএসআর ইলেক্ট্রোমেকানিকাল রিলের চেয়ে দ্রুত স্যুইচ করে।
৪.  ব্যবহারের পরিমাণ এর উপর ভিত্তি করে রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন হয় না।
৫. কোনও স্পার্কিং হয় না, ফলে যেকোনো পরিবেশে ব্যবহার করা যায়।
৬. মেকানিকাল শক, কম্পন, আর্দ্রতা এবং বাহ্যিক চৌম্বকীয় ক্ষেত্র ইত্যাদি পারিপার্শ্বিক প্রভাব হতে মুক্ত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts