তিন পিনের সকেট ও প্লাগ জীবন রক্ষাকারী একটি সাশ্রয়ী ইলেকট্রিক্যাল আবিষ্কার। দুই তার বিশিষ্ট পাওয়ার সিস্টেমে ব্যবহৃত তিন পিনের প্লাগের তৃতীয় পিনটি জীবন রক্ষাকারী আর্থিং সরবরাহ করার কাজে ব্যবহার করা হয়। আর অন্য দুটি পিনের মধ্যে একটি নিউট্রাল ও অন্যটি ফেজ সংযোগে ব্যবহৃত হয়। একটু লক্ষ্য করলে দেখবেন, আর্থ পিনটি অন্য দুটি পিনের তুলনায় একটু ভিন্য রকম হয়ে থাকে। সাধারণত আর্থ পিনটি একটু লম্বা ও মোটা হয়ে থাকে।
আর্থিং পিন কেন লম্বা এবং মোটা হয়ে থাকে
নিচে উল্লেখ্য তিনটি গুরুত্বপূর্ণ কারণে তিন পিনের সকেট এবং প্লাগ সিস্টেমে আর্থ পিনটি একটু লম্বা ও মোটা হয়ে থাকে।
১। একটু লম্বা হওয়ায় সংযোগ দেয়ার সময় তিনটি পিনের মধ্যে আর্থ পিনটি সর্বপ্রথম সংযুক্ত হয় আবার সংযোগ খুলে ফেলার সময় সবার শেষে বিচ্ছিন্ন হয়। কোন ত্রুটির কারণে যদি ব্যবহৃত যন্ত্রের ধাতব অংশে বিদ্যুৎ এসে থাকে তাহলে ব্যবহারকারী বিদ্যুতায়িত হওয়ার আগেই তা আর্থিং তার এবং পিনের মাধ্যমে গ্রাউন্ড হবে। এর ফলে সিস্টেমের সংযুক্ত ফিউজ পুড়ে যাবে অথবা সার্কিট ব্রেকার খুলে যাবে। সর্বোপরি ব্যবহারকারী সুরক্ষিত থাকবে।
২। ছোট বাচ্চাদের সুরক্ষার জন্য অনেক দেয়াল সকেটের ফেজ এবং নিউট্রাল লাইনে এক ধরনের শাটার থাকে। আর্থিং এর লম্বা পিনটি অনেকটা চাবির মতো কাজ করে উল্লেখিত শাটার প্লাগের ফেজ এবং নিউট্রাল প্রান্তকে সকেটে সংযুক্ত করতে সহযোগিতা করে।
৩। আর্থিং পিনটি তুলনামূলক মোটা হওয়ায় কেউ ভুলক্রমে ফেজ এর সাথে সংযোগ দিতে পারবে না। ফলে ব্যবহারকারী ভুল করলেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে।
একটি তিন পিনের সকেট দুই পিনের সকেটের চেয়ে উন্নত কারণ এটি ব্যবহৃত যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি বহারকারীকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন