প্রথমে জেনারেটরের মাধ্যমে যে সকল ডিভাইস বা যন্ত্রপাতি চলবে তার ওয়াট একটি একটি করে যোগ করার মাধ্যমে মোট ওয়াট বের করা হয়। এরপর পাওয়ার ফ্যাক্টর এবং ফেজ এর উপর ভিত্তি করে এই ওয়াটকে কিলো-ভোল্ট-অ্যাম্পিয়ার (kVA) এ প্রকাশ করতে হয়। kVA মানের কাছাকাছি মানের যেটা পাওয়া যায় সেটা কিনতে হয়।
উদাহরণ:
কেউ যদি মোট 7500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চান, তাহলে 7500 কে 1000 দিয়ে ভাগ করে 7.5 kW এর জেনারেটর দরকার হবে। এর সাথে ২০% সুরক্ষা মার্জিন যোগ করলে 9 kW বা 9 kVA (7.5 x 1.2) ক্ষমতার একটি জেনারেটর প্রয়োজন হবে। কিন্তু বাজারে হয়তো 10kVA এর জেনারেটর পাওয়া যাবে, তাই 10kVA এর জেনারেটর কিনতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন