মেগার টেস্টার/পরীক্ষক মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদির উইন্ডিং এর রোধ বা রেজিস্ট্যান্স এবং আর্থিং রেজিস্টেন্স পরিমাপ করতে ব্যবহার হয় এমন একটি মিটার বা পরিমাপক যন্ত্র।
সংশ্লিষ্ট পোস্ট:
- ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষানের মৌলিক পদ্ধতি
- ইন্সুলেশন টেস্ট কি
- ইনসুলেশন টেস্টার(মেগার) সংযোগ পদ্ধতি
- ইন্সুলেশন টেস্টার ও আর্থ রেজিস্টেন্স টেস্টারের মধ্যে পার্থক্য
মেগার কি?
মেগার একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স মাপার যন্ত্র বিশেষ যা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ইনসুলেটরের রেজিসট্যান্স পরিমাপ করার জন্য ব্যবহার করার হয়। আদ্রতা, তাপ, চাপ এবং ধুলোবালির প্রভাবে বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হতে থাকে । তাই বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য নিয়মিত ইন্সুলেশন পরিমাপ করতে মেগার ব্যবহৃত হয়।মেগার কেন ব্যবহার হয়?
- ইলেকট্রিক্যাল ক্যাবল এর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য মেগার বা মেগা-ওহম -মিটার ব্যবহার করা হয়।
- ইলেকট্রিক্যাল মোটর, জেনারেটর, ট্রান্সফরমারের উইন্ডিং ইন্সুলেশন লেভেল পরিমাপ করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
- ইনসুলেটিং অয়েলের ইন্সুলেশন টেস্ট করার কাজে এটি ব্যবহার হয়।
- বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার টেস্ট করার জন্য মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
- এছাড়া শর্ট সার্কিট টেস্ট ও ওপেন সার্কিট টেস্ট করতেও মেগার বা মেগা ওহম মিটার ব্যবহার করা হয়।
ব্যবহারের উপর ভিত্তি করেই মেগারকে দুই ভাগে ভাগ করা যায়।
১। ইলেকট্রনিক মেগার
ইলেকট্রনিক মেগার ব্যাটারী চালিত একটি ওহম মিটার ( রেসিস্ট্যান্স মাপার যন্ত্র ) মাত্র। এটি আবার এনালগ ও ডিজিটাল এই দুই ধরনের হয়ে থাকে। তাই মিটারটি এনালগ অথবা ডিজিটাল ডিসপ্লের সমন্বয়ে গঠিত। দুই ধরনের মিটারের ক্ষেত্রেই একটি হাই ভোল্টেজ ইনভার্টার থাকে যা উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপের জন্য প্রয়োজনীয় উচ্চ ভোল্টেজ তৈরি করে। এছাড়া ইন্সুলেশন পরিমাপের জন্য দুটি নব বা লিড থাকে। আর একটি সিলেকশন সুইচ থাকতে পারে যার সাহায্যে রেঞ্জ সিলেক্ট করা যায়। অনেক আধুনিক মেগার আছে যা অটো সিলেক্ট হিসেবে কাজ করে। তাই সেগুলোতে সিলেকশনের জন্য আলাদা কোন সুইচ থাকে না। একটি পুশ বাটন সুইচ থাকে যার সাহায্যে রেজিস্ট্যান্স পরিমাপের সময় ইনভার্টার চালু করে ডিসপ্লে হতে আকাঙ্ক্ষিত পাঠ নেয়া হয়।![]() |
ইলেকট্রনিক মেগার ছবি: www.wikipedia.org |
ইলেকট্রনিক মেগারের সুবিধা:
- অ্যাকুরেসি খুব বেশি।
- আইআর মানটি ডিজিটাল টাইপ, পড়া সহজ।
- একজন ব্যক্তি খুব সহজেই পরিচালনা করতে পারেন।
- খুব ভিড়যুক্ত জায়গাতেও নিখুঁতভাবে কাজ করে।
- বহনযোগ্য এবং ব্যবহারে নিরাপদ।
ইলেকট্রনিক মেগারের অসুবিধা:
- পাওয়ার সাপ্লাইয়ের জন্য বাহ্যিক উৎসের অর্থাৎ ড্রাইসেল এর প্রয়োজন।
- তুলনামূলক ব্যয়বহুল।
২। ম্যানুয়াল মেগার
এই যন্ত্রে একটি ডিসি জেনারেটর ও একটি ওহম মিটার থাকে। ডিসি জেনারেটর সাধারণত হস্তচালিত হয়ে থাকে আর এর জন্য প্রয়োজনীয় মেকানিজম এর ব্যবস্থা থাকে। এছাড়া একটি ক্লাচের ব্যবস্থা থাকে যাতে হস্ত চালিত জেনারেটরটি নির্দিষ্ট টেস্টিং কারেন্ট উৎপাদন করতে পারে। এতে ইনসুলেশন পরিমাপ করার জন্য দুটি নব বা লিড থাকে।![]() |
ম্যানুয়াল মেগার
ছবি: wikipedia.org
|
ম্যানুয়াল মেগারের সুবিধা:
- এখনও এই জাতীয় প্রযুক্তি বিশ্বে গুরুত্ব রাখে কারণ এটি আইআর মান নির্ধারণের জন্য প্রাচীনতম পদ্ধতি।
- পরিচালনা করার জন্য কোনও বাহ্যিক পাওয়ার সাপ্লায়ের প্রয়োজন নেই।
- বাজারে সস্তায় পাওয়া যায়।
ম্যানুয়াল মেগারের অসুবিধা:
- ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট এর সাথে সংযুক্ত করে ইন্সুলেশন রেজিস্ট্যান্স সঠিকভাবে পরিমাপের জন্য কমপক্ষে দুইজন ব্যক্তির প্রয়োজন পরে।
- ক্র্যাঙ্কের ঘূর্ণনের সাথে ইন্সুলেশন রেজিস্ট্যান্স নির্ভুলতা নির্ভর করে।
- ক্রিয়াকলাপের জন্য খুব স্থিতিশীল প্লেসমেন্টের প্রয়োজন যা কাজের জায়গাতে অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া একটু কঠিন।
- অ্যানালগ ডিসপ্লে পদ্ধতি ব্যবহার করা হয়।
- ব্যবহারের সময় উচ্চ যত্ন এবং সুরক্ষা প্রয়োজন।
মেগার এর কার্যনীতি (সারসংক্ষেপ)
মেগার গার্ড রিং কি
মেগাওহম মিটারে মেজার করার জন্য দুটি টার্মিনাল ছাড়ও অন্য একটি টার্মিনাল থাকে যাকে গার্ড টার্মিনাল বলে। উচ্চ ভোল্টেজে যখন ইন্সুলেশন পরিমাপ করা হয় তখন সারফেজ কারেন্টের কারনে মেজারমেন্ট ভুল আসতে পারে। এই এরর দূর করার জন্য মেগারে গার্ড টার্মিনাল বা গার্ড রিং ব্যবহার করা হয়।
মেগার ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- 500 ভোল্ট ডিসি 440 ভোল্ট পর্যন্ত সরঞ্জাম পরীক্ষা করে ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য যথেষ্ট। তবে উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক সিস্টেমের ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য 1000V থেকে 5000V বা ১০০০০V পর্যন্ত ব্যবহৃত হয়।
- বাহ্যিক সার্কিটের খুব কম প্রতিরোধের ক্ষেত্রে উচ্চ কারেন্টের ক্ষতির হাত থেকে রক্ষা করতে কারেন্ট লিমিটিং রেজিস্টর মিটারের কন্ট্রোল এবং ডিফ্লেক্টিং কয়েলের সিরিজে সংযুক্ত থাকে।
- মেগার ব্যবহারের পরে প্রাপ্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে রাখা উচিত।
১। ইলেকট্রিক্যাল যন্ত্রের সাথে ইনসুলেশন টেস্টার সংযোগ পদ্ধতি
২। ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষণের মৌলিক পদ্ধতি
সর্বশেষ আপডেট: ০৫/০১/২০২২
জাজাকাল্লাহু খয়রান ।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনধন্যবাদ
উত্তরমুছুনwelcome
মুছুনমেগার
উত্তরমুছুনভোল্টেজ ফ্যাক্টস্ আপনাকে স্বাগতম
মুছুনচিত্র অংকন করে দিলে আরো ভালো হয়তো।
উত্তরমুছুনজি ভাই চেস্টা করেছি। নিচের সম্পর্কিত পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন।
মুছুন১। ইলেকট্রিক্যাল যন্ত্রের সাথে ইনসুলেশন টেস্টার সংযোগ পদ্ধতি
২। ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষণের মৌলিক পদ্ধতি
অনেককিছু জানতে পারলাম
উত্তরমুছুনভোল্টেজ ফ্যাক্টস্ আপনাকে স্বাগতম। আশাকরি অন্য পোস্টগুলোও ভালো লাগবে।
মুছুন