প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

সবচেয়ে জনপ্রিয় এবং সহজ লভ্য ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে মোবাইল বা সেলফোন । কমিউনিকেশন টেকনোলজির নানাবিধ উন্নতির ফলে মোবাইল বা সেলফোনের চাহিদা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে । একটা সেলফোন সাধারণত 0.9 থেকে 3GHz পর্যন্ত সিগনাল রিসিভ এবং ট্রান্সমিট করে থাকে । আজ আমি আমার এই পোস্টে একটা সহজ এবং ছোট্ট সার্কিট নিয়ে আলোচনা করবো, যা যেকোনো  অ্যাক্টিভ সেলফোন ডিটেক্ট করতে পারে ।

মোবাইল বা সেলফোন ডিটেক্টর  সার্কিটের মূলনীতিঃ

এখানে আলোচিত সার্কিটের একটি প্রধান এবং মূল উপাদান হচ্ছে স্কটকি ডায়োড মোবাইল বা সেল ফোন সিগন্যালের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 0.9 থেকে 3GHz ফ্রিকুয়েন্সি রেঞ্জ ।  স্কটকি ডায়োড এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কয়েক কিলো থেকে শুরু করে গিগাহার্টজের  ফ্রিকুয়েন্সি ডিটেক্ট করার জন্য ব্যবহার করা যায় । এক্ষেত্রে নয়েজের প্রভাব অপেক্ষাকৃত কম থাকে আর এই  সিগন্যালের কাছাকাছি একটা ইন্ডাক্টর রাখা হলে এটি মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মাধ্যমে সিগনাল গ্রহণ করে । এই সিগন্যাল স্কটকি ডায়োড  রেক্টিফাই করে । পরবর্তীতে এই সিগন্যাল এমপ্লিফাই করে যে কোন ইন্ডিকেটর বা সার্কিটে ব্যবহার করা যায় ।

সেলকন ডিটেক্টর সার্কিট ডায়াগ্রাম

সার্কিটের কম্পোনেন্ট সমুহঃ

Vcc = 12V
L = 10uH
R1 = 100R
C1 = 100nF
R2 = 100K
R3 = 3K
Q = BC547
R4 = 200 Ohms
R5 = 100 Ohms
IC = LM741
R6 = 10 Ohms
LED = Red LED

সেলফোন ডিটেক্টর সার্কিট ডিজাইন

ডিটেক্টর সার্কিট ডিজাইন: এখানে প্রদত্ত ডিটেক্টর সার্কিট একটি স্কটকি ডায়োড, একটি ইন্ডাক্টর একটি ক্যাপাসিটর এবং রেজিস্টার এর সমন্বয়ে গঠিত । এখানে ইন্ডাক্টর এর মান 10 মাইক্রো হেনরি এবং স্কটকি ডায়োড bat54 যা এসি সিগন্যাল ডিটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে । অন্যদিকে একটি 100nF ক্যাপাসিটর ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে আর লোড রেজিস্টার হিসেবে 100 ওহম ব্যবহার করা হয়েছে ।

এমপ্লিফায়ার সার্কিট ডিজাইন: এখানে একটি বাইপোলার ট্রানজিস্টর BC547 কমন ইমিটার মুডে ব্যবহার করা হয়েছে । আউটপুটের মান খুবই কম হওয়ায় ইমিটার রেজিস্টার এর প্রয়োজনীয়তা নগণ্য ।
এছাড়া ট্রানজিস্টর সঠিকভাবে বায়াস করার জন্য R2, R3 ব্যবহার করা হয়েছে।


কম্পারেটর সার্কিট ডিজাইন: একটি অপারেশন এমপ্লিফায়ার 741  নন ইনভার্টিং মুডে কম্পারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে । যখন এর ইনপুট রেফারেন্স অ্যাড্রেস এর চেয়ে বেশি হবে আউটপুটে প্রদত্ত LED জ্বলে উঠবে । এক্ষেত কম্পারেটরের রেফারেন্স্স ভোল্টেজের মান ভেরিয়েবল রেজিস্টর এর মাধ্যমে এমন ভাবে সেট করতে হবে যাতে এটি সাধারণ সিগনাল থাকা অবস্থায় কোন আউটপুট প্রদান না করে । অর্থাৎ যাতে শুধুমাত্র মোবাইল বা সেলফোনের আরএফ সিগনাল ডিটেক্ট করতে পারে ।


সাধারণ অবস্থায় যখন কয়েলে কোন আর এফ সিগনাল আবেশিত হবেনা তখন স্কটকি ডায়োড এর মাধ্যমে রেক্টিফাই করা ভোল্টেজের মান নগণ্য হবে । ফলে ট্রানজিস্টার আউটপুটে ভোল্টেজের মান কম্পারেটরের রেফারেন্স ভোল্টেজের চেয়ে কম থাকবে । ফলে কম্পারেটরের আউটপুট এ কোন ভোল্টেজ পাওয়া যাবে না । আবার যখন ইন্ডাক্টরে আর এফ সিগন্যাল প্রদান করা হলে বা মোবাইল ফোনের কাছাকাছি আনা হলে তখনই এতে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মাধ্যমে ভোল্টেজ আবেশিত হবে । আর এই ভোল্টেজ পর্যায়ক্রমে বিবর্ধিত হয়ে কম্পারেটরের আউটপুটে থাকা LED-কে অন করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts