সবচেয়ে জনপ্রিয় এবং সহজ লভ্য ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে মোবাইল বা সেলফোন । কমিউনিকেশন টেকনোলজির নানাবিধ উন্নতির ফলে মোবাইল বা সেলফোনের চাহিদা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে । একটা সেলফোন সাধারণত 0.9 থেকে 3GHz পর্যন্ত সিগনাল রিসিভ এবং ট্রান্সমিট করে থাকে । আজ আমি আমার এই পোস্টে একটা সহজ এবং ছোট্ট সার্কিট নিয়ে আলোচনা করবো, যা যেকোনো অ্যাক্টিভ সেলফোন ডিটেক্ট করতে পারে ।
এমপ্লিফায়ার সার্কিট ডিজাইন: এখানে একটি বাইপোলার ট্রানজিস্টর BC547 কমন ইমিটার মুডে ব্যবহার করা হয়েছে । আউটপুটের মান খুবই কম হওয়ায় ইমিটার রেজিস্টার এর প্রয়োজনীয়তা নগণ্য ।
এছাড়া ট্রানজিস্টর সঠিকভাবে বায়াস করার জন্য R2, R3 ব্যবহার করা হয়েছে।
কম্পারেটর সার্কিট ডিজাইন: একটি অপারেশন এমপ্লিফায়ার 741 নন ইনভার্টিং মুডে কম্পারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে । যখন এর ইনপুট রেফারেন্স অ্যাড্রেস এর চেয়ে বেশি হবে আউটপুটে প্রদত্ত LED জ্বলে উঠবে । এক্ষেত কম্পারেটরের রেফারেন্স্স ভোল্টেজের মান ভেরিয়েবল রেজিস্টর এর মাধ্যমে এমন ভাবে সেট করতে হবে যাতে এটি সাধারণ সিগনাল থাকা অবস্থায় কোন আউটপুট প্রদান না করে । অর্থাৎ যাতে শুধুমাত্র মোবাইল বা সেলফোনের আরএফ সিগনাল ডিটেক্ট করতে পারে ।
সাধারণ অবস্থায় যখন কয়েলে কোন আর এফ সিগনাল আবেশিত হবেনা তখন স্কটকি ডায়োড এর মাধ্যমে রেক্টিফাই করা ভোল্টেজের মান নগণ্য হবে । ফলে ট্রানজিস্টার আউটপুটে ভোল্টেজের মান কম্পারেটরের রেফারেন্স ভোল্টেজের চেয়ে কম থাকবে । ফলে কম্পারেটরের আউটপুট এ কোন ভোল্টেজ পাওয়া যাবে না । আবার যখন ইন্ডাক্টরে আর এফ সিগন্যাল প্রদান করা হলে বা মোবাইল ফোনের কাছাকাছি আনা হলে তখনই এতে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মাধ্যমে ভোল্টেজ আবেশিত হবে । আর এই ভোল্টেজ পর্যায়ক্রমে বিবর্ধিত হয়ে কম্পারেটরের আউটপুটে থাকা LED-কে অন করবে
মোবাইল বা সেলফোন ডিটেক্টর সার্কিটের মূলনীতিঃ
এখানে আলোচিত সার্কিটের একটি প্রধান এবং মূল উপাদান হচ্ছে স্কটকি ডায়োড মোবাইল বা সেল ফোন সিগন্যালের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 0.9 থেকে 3GHz ফ্রিকুয়েন্সি রেঞ্জ । স্কটকি ডায়োড এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কয়েক কিলো থেকে শুরু করে গিগাহার্টজের ফ্রিকুয়েন্সি ডিটেক্ট করার জন্য ব্যবহার করা যায় । এক্ষেত্রে নয়েজের প্রভাব অপেক্ষাকৃত কম থাকে আর এই সিগন্যালের কাছাকাছি একটা ইন্ডাক্টর রাখা হলে এটি মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মাধ্যমে সিগনাল গ্রহণ করে । এই সিগন্যাল স্কটকি ডায়োড রেক্টিফাই করে । পরবর্তীতে এই সিগন্যাল এমপ্লিফাই করে যে কোন ইন্ডিকেটর বা সার্কিটে ব্যবহার করা যায় ।সেলকন ডিটেক্টর সার্কিট ডায়াগ্রাম
সার্কিটের কম্পোনেন্ট সমুহঃ
Vcc = 12V
L = 10uH
R1 = 100R
C1 = 100nF
R2 = 100K
R3 = 3K
Q = BC547
R4 = 200 Ohms
R5 = 100 Ohms
IC = LM741
R6 = 10 Ohms
LED = Red LED
সেলফোন ডিটেক্টর সার্কিট ডিজাইন
ডিটেক্টর সার্কিট ডিজাইন: এখানে প্রদত্ত ডিটেক্টর সার্কিট একটি স্কটকি ডায়োড, একটি ইন্ডাক্টর একটি ক্যাপাসিটর এবং রেজিস্টার এর সমন্বয়ে গঠিত । এখানে ইন্ডাক্টর এর মান 10 মাইক্রো হেনরি এবং স্কটকি ডায়োড bat54 যা এসি সিগন্যাল ডিটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে । অন্যদিকে একটি 100nF ক্যাপাসিটর ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে আর লোড রেজিস্টার হিসেবে 100 ওহম ব্যবহার করা হয়েছে ।এমপ্লিফায়ার সার্কিট ডিজাইন: এখানে একটি বাইপোলার ট্রানজিস্টর BC547 কমন ইমিটার মুডে ব্যবহার করা হয়েছে । আউটপুটের মান খুবই কম হওয়ায় ইমিটার রেজিস্টার এর প্রয়োজনীয়তা নগণ্য ।
এছাড়া ট্রানজিস্টর সঠিকভাবে বায়াস করার জন্য R2, R3 ব্যবহার করা হয়েছে।
কম্পারেটর সার্কিট ডিজাইন: একটি অপারেশন এমপ্লিফায়ার 741 নন ইনভার্টিং মুডে কম্পারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে । যখন এর ইনপুট রেফারেন্স অ্যাড্রেস এর চেয়ে বেশি হবে আউটপুটে প্রদত্ত LED জ্বলে উঠবে । এক্ষেত কম্পারেটরের রেফারেন্স্স ভোল্টেজের মান ভেরিয়েবল রেজিস্টর এর মাধ্যমে এমন ভাবে সেট করতে হবে যাতে এটি সাধারণ সিগনাল থাকা অবস্থায় কোন আউটপুট প্রদান না করে । অর্থাৎ যাতে শুধুমাত্র মোবাইল বা সেলফোনের আরএফ সিগনাল ডিটেক্ট করতে পারে ।
সাধারণ অবস্থায় যখন কয়েলে কোন আর এফ সিগনাল আবেশিত হবেনা তখন স্কটকি ডায়োড এর মাধ্যমে রেক্টিফাই করা ভোল্টেজের মান নগণ্য হবে । ফলে ট্রানজিস্টার আউটপুটে ভোল্টেজের মান কম্পারেটরের রেফারেন্স ভোল্টেজের চেয়ে কম থাকবে । ফলে কম্পারেটরের আউটপুট এ কোন ভোল্টেজ পাওয়া যাবে না । আবার যখন ইন্ডাক্টরে আর এফ সিগন্যাল প্রদান করা হলে বা মোবাইল ফোনের কাছাকাছি আনা হলে তখনই এতে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মাধ্যমে ভোল্টেজ আবেশিত হবে । আর এই ভোল্টেজ পর্যায়ক্রমে বিবর্ধিত হয়ে কম্পারেটরের আউটপুটে থাকা LED-কে অন করবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন