কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার (Core Balance Current Transformer বা CBCT) হলো এক ধরনের রিং টাইপ কারেন্ট ট্রান্সফরমার যার কেন্দ্রের মধ্য দিয়ে তিন কোরের একটি তার বা তিনটি একক কোর বিশিষ্ট তারের তিনটি ফেজ সিস্টেমে পাস করে। এই ধরনের কারেন্ট ট্রান্সফরমার সাধারণত আর্থ ফল্ট সুরক্ষার জন্য কম এবং মাঝারি ভোল্টেজের সিস্টেমে ব্যবহৃত হয়। একটি আদর্শ কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার নীচের চিত্র দেখানো হলো।
CBCT এর সেকেন্ডারি আর্থ ফল্ট রিলে্র সাথে সংযুক্ত থাকে । স্বাভাবিক অপারেটিং অবস্থায় তিনটি ফেজের কারেন্ট ভেক্টর যোগফল (Īa + Īb + Īc = 0) শূন্য । তাই primary কয়েলে কোন রেসিডুয়াল কারেন্ট উপস্থিত থাকবে না। তাই CBCT এর সেকেন্ডারি সার্কিটের কোন কারেন্ট থাকবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন