ডাই-ইলেকট্রিক গেজ |
চিত্রে একটি ডাই-ইলেকট্রিক গেজের গঠন প্রণালী দেখানো হয়েছে। এতে ভিন্ন ভিন্ন ব্যাসের দুটি ধাতব সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। সিলিন্ডার দুইটির বেশ এমন ভাবে নেয়া হয় যাতে একটি সিলিন্ডারের মধ্যে অন্য সেন্টারটির ঢুকে যায় এবং কিছু ফাঁকা জায়গা থাকে। একটির মধ্যে অন্যটি ঢুকিয়ে সিলিন্ডার দুটিকে একটি ট্যাংকের মধ্যে রাখা হয়। বাইরের সিলিন্ডারটির নিচের দিকে ছিদ্র করা থাকে যার মাধ্যমে তরল পদার্থ ট্যাংকের মধ্যে চলাচল করতে পারে। এই ট্যাংকের মধ্যেই যে তরলের লেভেল বা পরিমাণ অথবা আয়তন পরিমাপ করতে হবে তা রাখা হয়। ধাতব সিলিন্ডার দুটি একসাথে একটি ক্যাপাসিটরের দুটি ইলেকট্রোড হিসেবে এবং তরল পদার্থটি dielectric হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে এখানে আলাদা আলাদা দুটি dielectric বিদ্যমান থাকে যার একটি হচ্ছে যে পদার্থের লেভেল বা পরিমাণ পরিমাপ করতে হবে সেটি আর অন্যটি হল ভ্যাপার বা শুন্য স্থান অথবা বায়ু, এভাবে তৈরিকৃত ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান নিম্নের সমীকরণের সাহায্যে নির্ণয় করা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন