সোলার সিস্টেমের সকল হিসাব নিকাশ শেষে যখন সোলার চার্জ কন্ট্রোলারের কথা আরেকবার ভাবার প্রয়োজন পড়ে। আশাকরি এই পোস্টটি পড়ার পর সোলার চার্জ কন্ট্রোলার হিসেবে MPPT না PWM কোনটি ব্যবহার করা উচিত সে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
সোলার চার্জ কন্ট্রোলার
চার্জ কন্ট্রোলার ব্যাটারির ওভার চার্জ ও আন্ডার চার্জ নিয়ন্ত্রন করে ব্যাটারিকে সুরক্ষা প্রদান করে। তাই সোলার সিস্টেমের সাথে যুক্ত ব্যাটারির আয়ু দীর্ঘ দিন ধরে রাখার জন্য চার্জ কন্টোলার ব্যবহার করা জরুরী। তা না হলে ব্যাটারি এক/দুই মাসের মধ্যে অকেজো হয়ে যেতে পারে। চার্জ কন্টোলার হিসেবে MPPT বা PWM যেটিই ব্যবহার করা হোক না কেন এই সুরক্ষা ও নিয়ন্ত্রন পাওয়া যায়।
তাছাড়া সোলার প্যানেলে উৎপন্ন ভোল্টেজকে প্রয়োজনীয় টার্গেট ভোল্টজে রূপান্তর করে ব্যাটারি চার্জ করতে হয়। ফলে চার্জিং ইফিসিয়েন্সি বা দক্ষতা বৃদ্ধি পায়।
প্রথমে দুই চার্জ কন্ট্রোলার সম্পর্কে অল্প বিস্তর ধারনা দিয়ে তারপর তুলনা করলে বুঝতে সুবিধা হবে কোনটি ব্যবহার করা লাভজনক হবে।
PWM চার্জ কন্টোলার
Pulse Width Modulation (PWM) পালসের প্রশস্ততার উপর নির্ভর করে কাজ করে। ব্যাটারি ব্যাঙ্ক চার্জপূর্ণ বা সর্বোনিম্ন ডিসচার্জ হলে এটি সুরক্ষা প্রদান করে। অর্থাৎ ব্যাটারি সর্বোচ্চ চার্জের বেশি বা সর্বোনিম্ন চার্জের কম চার্জিং হতে সুরক্ষিত থাকে। এছাড়া চার্জ করার সময়, PV প্যানেলের ভোল্টেজ টার্গেট ভোল্টেজ অর্জন তৈরি করতে পারে। এতে চার্জ কন্ট্রোলারটি ভোল্টেজ হ্রাস করে বেশি কারেন্ট রুপান্তর করে(মোট পাওয়ার সমান থাকে)। ফলে চার্জিং দক্ষতা বৃদ্ধি পায়।
MPPT চার্জ কন্টোলার
MPPT-চার্জ কন্ট্রোলার Maximum power point tracking বা সর্বাচ্চ পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এর মাধ্যমে PV মডিউল থেকে সর্বাচ্চ উপলব্ধ শক্তিতে ব্যাটারি চার্জ করে। অর্থাৎ MPPT PV মডিউলের আউটপুট ব্যাটারির ভোল্টেজের সাথে তুলনা করে, তারপরে PV মডিউল ব্যাটারি চার্জ করার জন্য সর্বাচ্চ উপলব্ধ শক্তি কী তা ঠিক করে এবং ব্যাটারিতে সর্বাধিক কারেন্ট পাওয়ার জন্য উত্তম টার্গেট ভোল্টেজে রূপান্তর করে। এছাড়া এটি ডিসি লোডে শক্তি সরবরাহ করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন