ভোল্টেজ ফ্যাক্টস এর আজকের পোস্ট -এ আপনাদের সবাইকে স্বাগতম। বাইপাস ডায়োড কোন বিশেষ ধরনের ডায়োড নয়! এটি সাধারণ ডায়োডের আর একটি অসাধারণ ব্যবহার। এর আগে সোলার সিস্টেমে ব্লকিং ডায়োডের ব্যবহার নিয়ে একটি পোস্ট করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ "সোলার সিস্টেমে বাইপাস ডায়োড এর ব্যবহার" নিয়ে লিখছি। শক্তির অপচয় এবং প্যানেলের ক্ষতি রোধ করতে বাইপাস ডায়োড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন তাহলে জেনে নিই, সোলার সিস্টেমে কেন এবং কোথায় বাইপাস ডায়োড ব্যবহার করা হয়।
ভালো লাগতে পারে এমন কিছু পোস্টঃ
আমরা জানি, একটি সৌরকোষ ওপেন সার্কিট অবস্থায় প্রায় ০.৫-০.৬ ভোল্ট উৎপন্ন করে। বাহ্যিক কোনো
সার্কিটের সাথে সংযুক্ত করলে এ ভোল্টেজ ০.৪৮ ভোল্ট হ্রাস পায়। এ থেকে বোঝাই যাচ্ছে ব্যবহারিক প্রয়োগের জন্য একাধিক সৌরকোসের সিসিজ সমন্বয় আবশ্যিক। এক্ষেত্রে সোলার সেল সিরিজ করার নিয়মটা একাধিক ব্যাটারি সিরিজে ব্যবহার করার মতই।
একাধিক সৌরকোষের সিরিজে তৈরি সোলার প্যানের অংশবিশেষ নষ্ট হলে অথাবা মেঘাচ্ছন্ন/ছায়াচ্ছন্ন হলে নষ্ট/ছায়ায় থাকা কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়। ফলে অন্য কোষগুলো হতে আগত কারেন্টের দরুন এর আড়াআড়িতে ভোল্টেজ বৃদ্ধি পায়। এতে সৌরকোষের অংশবিশেষ পুড়ে যাওয়াসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
এ দূর্ঘটনার হাত থেকে বাচার জন্য প্রত্যেক সৌরকোষের আড়াআড়িতে একটি করে সাধারণ ডায়োড সংযুক্ত করা হয়। এতে নষ্ট বা ছায়াচ্ছন্ন সৌরকোষের আড়াআড়িতে ভোল্টেজ ব্যবহৃত ডায়োডের ফরোয়াড ভোল্টেজে চেয়ে বেশি হতে পারে না। কারণ এর বেশি হলে কারেন্ট ডায়োডের মধ্য দিয়ে বাইপাস হয়। এজন্যই এই ডায়োডকে বাইপাস ডায়োড বলে। ফলে ছায়াচ্ছন্ন কোষটিসহ সম্পূর্ণ সোলার প্যানেলটি সুরক্ষিত থাকে।
ছবিঃ solar-power/pv-panel
ভালো/মন্দ লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন