নিচে সৌর বিদ্যুৎ স্থাপনে প্রয়োজনীয় ডিভাইসে বা মালামালের তালিকা উল্লেখ করা হলো।
সোলার প্যানেল
সোলার প্যানেল ( যা সোলার সেল বা ফটো ভোল্টেইক সেল নামে পরিচিত ) সৌর বিদ্যুৎ সিস্টেমের মেরুদণ্ড। বিভিন্ন ধরনের সোলার প্যানের মধ্যে পলিক্রিস্টালাইন এবং মনোক্রিস্টালিনের সোলার প্যানেল বেশি ব্যবহার হয়। দুটির মধ্যে মনোক্রিস্টালিনের সৌর প্যানেলের দক্ষতা বেশি ও সামান্য ব্যয়বহুল।
সাধারণভাবে, সোলার প্যানেল সরাসরি চার্জ কন্ট্রোলারের সাথে সংযুক্ত থাকে। লোড ও চাহিদার উপর নির্ভর করে একাধিক সোলার প্যানেল সিরিজ বা প্যারালালে সংযোগ করার প্রয়োজন পরে। আপনি চাইলে সহজেই প্রয়োজনীয় লোডের উপর ভিত্তি করে সৌর প্যানেলের সাইজ ও ব্যাটারির রেটিং নির্ণয় করতে পারেন। তাছাড়া প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যাটারির ব্যাকআপ পাওয়ার নির্ণয়ের জন্য উপরের লিংক দুটি অনুসরণ করতে পারেন।
চার্জ কন্ট্রোলার
সোলার প্যানেলের সাথে ব্যাটারি সরাসরি সংযুক্ত করে চার্জ করা যায়। তবে এতে ব্যাটারি ওভার চার্জ এবং আন্ডার চার্জ নিয়ন্ত্রণে রাখা যায়না। ফলে ব্যাটারি খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। চার্জ কন্ট্রোলারের মূল কাজ হ'ল ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণে রাখা।
একটি সোলার প্যানেল যাতে যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে এমন ভাবে তৈরি করা হয়। ফলে একটি 12 ভোল্টের সোলার প্যানেলের আউটপুট ওপেন সার্কিত ভোল্টেজ প্রায় 23 ভোল্ট পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে চার্জ কন্ট্রোলারটি ব্যাটারির সাথে সংযুক্ত সোলার প্যানেলের ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
নির্দিষ্ট ভোল্টেজ অতিক্রম করলে সাধারণ চার্জ কন্ট্রোলাররা ব্যাটারি চার্জ করা বন্ধ করে দেয় আর ব্যাটারি ভোল্টেজ সেই স্তরের নীচে নেমে গেলে চার্জিং পুনরায় সক্রিয় করে। পালস প্রস্থের মড্যুলেশন (PWM- Pulse Width Modulation) এবং সর্বাধিক পাওয়ার পয়েন্ট ট্র্যাকার (MPPT- Maximum Power Point Tracker) প্রযুক্তির চার্জ কন্ট্রোলার কিছু জটিল বুদ্ধিসম্পন্ন সুবিধা প্রদান করে। যেমন ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী চার্জিং কারেন্ট নিয়ন্ত্রণ করা, অনুমোদিত সর্বোচ্চ হারে চার্জিং কারেন্ট প্রদান করা ইত্যাদি। এছাড়া কিছু চার্জ কন্ট্রোলার / সোলার রেগুলেটরের অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে যেমন লো ভোল্টেজ সংযোগ বিচ্ছিন্নকরণ (LVD- Low Voltage Disconnect), এটি এমন একটি সার্কিট যা ব্যাটারি ভোল্টেজ অতিরিক্ত কমে গেলে লোডে শক্তি সরবরাহ বন্ধ করে দেয়।
সোলার ব্যাটারি
অফ গ্রিড এবং অন গ্রিড সৌর বিদ্যুৎ সিস্টেমে রাতে অথবা যখন সূর্য থাকে না অর্থাৎ মেঘাচ্ছন্ন দিনে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ব্যবহার হয় সোলার ব্যাটারি যাকে ডিপ সাইকেল ব্যাটারিও বলা হয়। সোলার ব্যাটারি সাধারণ ব্যাটারি মতো না। কারণ এই ব্যাটারিকে দিনের বেলায় ৬-৮ ঘন্টার মধ্যে দ্রুত চার্জ হতে হয়। বেশিরভাগ ব্যবহারিক ক্ষেত্রে সীসা-এসিড ব্যাটারি ব্যবহার করা হয়। সীসা এসিড ব্যাটারি আবার দুই প্রকার- ১. টিউবুলার প্লেট সীসা এসিড ব্যাটারি ২. ফ্ল্যাট প্লেট সীসা এসিড ব্যাটারি। এর মধ্যে টিউবুলার ব্যাটারির দক্ষতা এবং আয়ুষ্কাল বেশি।
ইনভার্টার
ইনভার্টার এমন একটি ডিভাইস যা ডিসিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমাদের সৌর বিদ্যুৎ সিস্টেমে ব্যবহৃত লোডগুলো যদি ডিসি না হয়ে এসি হয় তাহলে, ইনভার্টার ব্যবহার করতে হবে। ইনভার্টার এর সাইজ নির্ণয় সম্পর্কে জানতে উপরে দেয়া লিংক অনুসরণ করতে পারেন।
অন্যান্য উপকরণ
বিভিন্ন ডিভাইস ও লোলোডের মধ্যে আন্তঃ সংযোগ স্থাপনের জন্য ক্যাবল প্রয়োজন হবে। এছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য প্রয়োজন হবে অবকাঠামোগত মালামাল।
আমার সুলার প্যানেলটি ৭০ ওয়ার্ড এখন সুলার প্যানেলটি উপর দিয়ে সব কিছু ঠিক আছে এখন ডায়োড পাল্টালে কি ঠিক হবে যদি ঠিক হয় তাহলে কোন ডায়োড লাগাব এবং ডায়োড এর নাম কি? জানাবেন প্লিজ
উত্তরমুছুনআপনার কি কি সমস্যা হচ্ছে তা ভালোভাবে ব্যাখ্যা করুন। তাহলে হয়তো সমাধান বলতে পারবো। ধন্যবাদ।
মুছুন