অনেক সময় অধিক পওয়ার উৎপাদনের লক্ষে একাধিক সোলার প্যানেল ব্যবহারের প্রয়োজন পরে। তখন আমরা সোলার প্যানেলগুলো সিরিজ বা প্যারালাল করে ব্যবহার করতে পারি। সিরিজ/প্যারালাল করার সময় আমরা সোলার প্যানেলগুলোকে একেকটি ব্যাটারির সাথে তুলনা করতে পারি।
সিরিজ না প্যারালাল কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ভর করে সিস্টেমে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতির (যেমন- সোলার কন্ট্রোলার, ব্যাটারি, ইনভার্টার ইত্যাদি) উপর। এক্ষেত্রে বাজারে ১২ ভোল্টেজের যন্ত্রপাতি বেশি পাওয়া যায়।
ভালো লাগতে পারে এমন কিছু পোস্টঃ
নিচে একাধিক সোলার প্যানেল সিরিজ বা প্যারালাল সংযোগ স্থাপনের কৌশল আলোচনা করা হলো।
সোলার প্যানেলে সিরিজ করার নিয়ম
একাধিক সোলার প্যানেল সিরিজে ব্যবহার করে ভোল্টেজ বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে ১ম সোলার প্যানেলের ধনাত্মক প্রান্ত ২য় লার প্যানেলের ঋণাত্মক প্রান্তের সাথে, ২য় সোলার প্যানেলের ধনাত্মক প্রান্ত ৩য় সোলার প্যানেলের ঋণাত্মক প্রান্তের সাথে এভাবে সবগুলো প্যানেল যুক্ত করা হয় এবং অবশিষ্ট ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত হতে চুড়ান্ত আউটপুট নেয়া হয়। চিত্রে মোট ভোল্টেজ অর্জনের সূত্র দেয়া আছে। সোলার প্যানেল সিরিজ সংযোগ করা হলে আউটপুট ভোল্টেজ ও পাওয়ার বৃদ্ধি হয়। সিস্টেমে প্রবাহিত কারেন্ট নির্দিষ্ট থাকে।
$V_T = V_p_1 + V_p_2 + V_p_3 + ...$
$P_T = P_1 + P_2 + P_3 + ...$
সোলার প্যানেলে প্যারালাল করার নিয়ম
ভোল্টেজ ঠিক রেখে পাওয়ার বৃদ্ধি করার জন্য একাধিক সোলার প্যানেল সমান্তরালভ বা প্যারালাল সংযোগ করা হয়। প্যারালালে ব্যবহারের করতে হলে প্যানেলগুলোর আউটপুট পওয়ার যাই হোক ভোল্টেজ একই হতে হবে। প্যারালাল করার জন্য সোলার প্যানেল গুলোর ধনাত্মক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে ও ঋণাত্মক প্রান্তগুলো আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত করা হয় এবং এই দুই সাধারণ বিন্দু হতে চুরান্ত আউটপুট নেয়া হয়। এক্ষেত্রে প্রত্যেক প্যানেলের সাথে একটি করে ব্লকিং ডায়োড ব্যবহার করা আবশ্যক।
নিচের চিত্রে ব্লকিং ডায়োডসহ সোলার প্যানেল প্যারালাল করার কৌশল দেখানো হলো।
ভালো লাগতে পারে:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন