অল্টারনেটারের আর্মেচার কারেন্ট যাই হোক না কেন এর টার্মিনাল ভোল্টেজ সবসময় একই থাকা আবশ্যক। তা না হলে লোডের মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া ট্রান্সমিশন ও ডিসট্রিবিউশন লাইনের সাথে সংযুক্ত বিভিন্ন যন্ত্রপাতি (যেমন- পাওয়ার ট্রান্সফরমার, সুইচগিয়ার, ইনসুলেটর ইত্যাদি) স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। টার্মিনাল ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য অল্টারনেটারের ভোল্টেজ রেগুলেশন জানা আবশ্যক।
অল্টার্নেটর |
অল্টারনেটারেরভোল্টেজ রেগুলেশন এর গুরুত্ব নিচে উল্লেখ করা হলো:
- এর মাধ্যমে ফিল্ড কারেন্ট নিয়ন্ত্রণ করে ফিল্ড এক্সাইটেশন নিয়ন্ত্রণ করা।
- এর মাধ্যমে টর্ক কোণের পরিসর সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়।
- একাধিক অল্টার্নেটর প্যারালাল অপারেশন এর সময় কেমন কাজ করবে তা বোঝা যায় ভোল্টেজ রেগুলেশন হতে।
অল্টার্নেটরের ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত পোস্ট:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন