অনেক ক্ষেত্রে দেখা যায়, বাসা বাড়িতে ব্যবহৃত লাইটের সুইচ অফ থাকার পরেও বাতিটি হালকা জ্বলতে থাকে। আসুন তাহলে জেনে নেই কেন এ ঘটনা ঘটে এবং কিভাবে এটাকে বন্ধ করা যায়।
সুইচ বন্ধ থাকলেও লাইট জ্বলে থাকার কারণ
- সাধারণত এলইডি বা সিএফএল বাতি জ্বলার জন্য খুব কম পরিমাণ কারেন্টের প্রয়োজন পড়ে। বিশেষ করে এলইডি বাতি জলার জন্য আরও কম কারেন্টের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে সুইচ এর সাথে ফেজ এর পরিবর্তে নিউট্রাল সংযোগ করলে ও সুইচ বন্ধ থাকলে বাতাস বা অন্য কোনো মাধ্যমে এটি নিউট্রাল নিয়ে নেয়। এতে খুব কম পরিমান কারেন্ট প্রবাহিত হয়। আর বাতির ভেতরে থাকা ক্যাপাসিটর চার্জ হতে থাকে। ফলে সিএফএল বাতি গুলো কিছুক্ষণ পরপর জ্বলতে থাকে। অন্যদিকে এলইডি বাতি জ্বলার জন্য তো আরো কম পরিমাণ কারেন্টের প্রয়োজন হয়। ফলে এই বাতিটি সবসময় হালকা করে জ্বলে থাকে।
- বিভিন্ন ভারি লোড সংযুক্ত থাকার কারণে এবং নিউট্রাল তারটি সঠিকভাবে আর্থিং না করা হলে নিউট্রাল তারের সামান্য ভোল্টেজ থেকে যায়। ফলে নিউট্রাল তারের এই সামান্য ভোল্টেজ এবং বাতাসের মাধ্যমে যে লিকেজ কারেন্ট প্রবাহ ঘটে সেটির কারণে সিএফএল বাতি বারবার নিভু নিভু করে বা জ্বলে ওঠে। অন্যদিকে এলইডি বাতি নিরবিচ্ছিন্ন ভাবে হালকা করে জ্বলতে থাকে।
- অনেকক্ষেত্রে বাতির সুইচের সাথে একটি ইন্ডিকেটর যুক্ত থাকে। এই ইন্ডিকেটর বাতিটি সাধারণত মূল বাতি বন্ধ থাকলে জ্বলতে থাকে। ফলে ইন্ডিকেটর বাতির মাধ্যমে যে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তার কারণে সিএফএল বাতি বারবার জ্বলে ওঠে। অন্যদিকে এলইডি বাতি নিরবিচ্ছিন্নভাবে হালকা হালকা জ্বলতে থাকে।
সমাধানের উপায়
- সুইচ বোর্ডের নিউট্রালকে ভালোভাবে আর্থিং করতে হবে
- বাতিল জন্য ফেজ সুইচ বোর্ডের সুইচ এর সাথে সংযুক্ত করতে হবে।
- সুইচের সাথে কোন ইন্ডিকেটর থাকলে তা খুলে ফেলতে হবে।
- উপরের তিন উপায়ে যদি সমাধান না হয় অথবা আপনার কাছে ব্যয় বহুল মনে হয় তাহলে ডাবল পোল সিঙ্গেল থ্রো সুইট ব্যবহার করলে অবশ্যই এর সমাধান হবে।
ধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনআমার ঘরের একটি LED লাইটে দীর্ঘদিন এই সমস্যা ছিল যেটার সাথে বেড সুইচ ছিল। এবং লাইট অফ করলে সুইচ জ্বলত। এখন সুইচ থেকে ইন্ডিকেটর লাইনটি বিচ্ছিন্ন করার সাথে সাথে আমার সমস্যাটি সমাধান হয়েছে। তাই আবারও ধন্যবাদ যিনি এই পোস্টটি দিয়েছেন।
মূলত ভালোলাগা থেকে লেখা। কারো উপকারে এসেছে জেনে আমার লিখা ধন্য। এত সুন্দর কমেন্ট অনেক ধন্যবাদ।
মুছুনইন্ডিকেটর বলতে কোনটা বুঝায় ভাই?
মুছুনইন্ডিকেটর বলতে যে বাতি বা লাইটের মাধ্যমে কোন লোড অন/অফ আছে তা বোঝা যায় সেটিকে বোঝায়।
মুছুনআমার বর্ড এর সকেট এ কোনো কিছু লাইন দিলে বাতি জ্বলে উটছে। এবং সুইচ অফ থাকা অবস্থাই ও বাতি জ্বলছে এর সমাধান কি
উত্তরমুছুনআপনি সুইচের কানেকশন সকেটে নিয়েছেন। এজন্য এমন হচ্ছে। সকেটে নিউট্রাল ও ফেজ সঠিকভাবে কানেক্ট করলে ঠিক হয়ে যাবে।
মুছুন