বাসা বাড়িতে আমরা যে সকল ইমার্জেন্সি লাইট বা বাতি ব্যবহার করি যার ভেতরে একটি ব্যাটারি থাকে। এই বাতিটি সাধারণত কারেন্ট গেলেও জ্বলতে থাকে। মাঝেমধ্যে দেখা যায় সুইচ বন্ধ করে রাখলে ওই বাতিটি হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে। আসুন তাহলে জেনে নিই এর কারণগুলো।
- ব্যাটারি দূর্বল হলে এমন হয়।
- বাসার ওয়ারিং এ ভুল থাকলে অর্থাৎ সুইচ ফেজে না লাগিয়ে নিউট্রালে লাগালে এরকম হয়।
- নিউট্রাল তার ভালোভাবে আর্থিং করা না থাকলে বড় কোন লোড অন-অফ বা এর লোডের পরিবর্তন হওয়ার সময় ইমারজেন্সি বাতি জ্বলে উঠতে পারে।
- সুইচ বোর্ডে ইন্ডিকেটর থাকলে এমন হতে পারে।
- লাইট এর বয়স বেশিদিন হলে AC-DC ইমারজেন্সি বাতির ক্ষেত্রে এসমস্যা দেখা দেয়।
সমাধান:
- বাসার লাইন অর্থাৎ ফেজ ও নিউট্রাল এর সাথে বাতি সঠিকভাবে সংযুক্ত আছে কিনা খেয়াল করতে হবে। এক্ষেত্রে বাতির তারের সাথে সংযুক্ত সুইচে ফেজ তার সংযুক্ত থাকবে।
- বাতির সুইচে কোন ইন্ডিকেটর সংযুক্ত থাকলে তা খুলে ফেলতে হবে।
- মেইন সুইচ এর সাথে সংযুক্ত নিউট্রাল তারকে ভালোভাবে আর্থিং করতে হবে।
- ব্যাটারি বেশিক্ষণ চার্জ ধরে না রাখতে পারলে, ব্যাটারি পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন