গেইন বা gain হল আউটপুট ও ইনপুটের অনুপাত। গেইন শব্দটি সাধারণত কোন ইলেকট্রনিক সংকেতের বিবর্ধন বর্ণনা করতে ব্যবহৃত হয়। ইনপুটের তুলনায় আউটপুট কত গুণ পরিবর্তন হয়েছে তা প্রকাশ পায় এর মাধ্যমে।
ভোল্টেজ গেইন
ভোল্টেজ গেইন হল আউটপুট ভোল্টেজ ও ইনপুট ভোল্টেজের অনুপাত। এটিকে $A_v$ দ্বারা প্রকাশ করা হয়। যদি কোন ইলেকট্রনিক সার্কিটের ইনপুট ভোল্টেজ $V_{in}$ এবং আউটপুট ভোল্টেজ $V_{out}$ হয় তাহলে, ভোল্টেজ গেইন, $A_v=V_{out}/V_{in}$
কারেন্ট গেইন
কারেন্ট গেইন হল আউটপুট ও ইনপুট কারেন্টের অনুপাত। এটিকে $A_i$ দ্বারা প্রকাশ করা হয়। যদি সার্কিটের ইনপুট কারেন্ট $I_{in}$ ও আউটপুট কারেন্ট $I_{out}$ হয় তাহলে, কারেন্ট গেইন, $A_i=I_{out}/I_{in}$
পাওয়ার গেইন
পাওয়ার গেইন বলতে আউটপুট ও ইনপুট পাওয়ারের অনুপাতকে বোঝায়। এটিকে $A_p$ দ্বারা প্রকাশ করা হয়। যদি সার্কিটের ইনপুট পাওয়ার $P_{in}$ ও আউটপুট পাওয়ার $P_{out}$ হয় তাহলে, পাওয়ার গেইন, $A_p=P_{out}/P_{in}$
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন