যারা নষ্ট ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক করেন অর্থাৎ রিপিয়ার বা রক্ষণাবেক্ষণের সাথে জড়িত তারা কন্টিনিউটি টেস্ট সম্পর্কে ভালোই জানেন। এই টেস্টের মাধ্যমে কোনো সার্কিট বিদ্যুৎ চলাচল করে কি না তা টেস্ট করা হয়।
উদাহরণ হিসেবে একটি টিউবলাইটের কোনো এক পাশের ফিলামেন্ট যদি কেটে যায় তাহলে এটি আর জ্বলবেনা। ফিলামেন্ট দুটি ভালো আছে কিনা তা টেস্ট করার জন্য এর মধ্য দিয়ে কারেন্ট পাঠাতে হবে। যদি কারেন্ট যায় তাহলে ফিলামেন্টটি ভালো আছে তা না হলে ফিলামেন্টটি কেটে গেছে। এভাবে টেস্ট করার নামই হচ্ছে কন্টিনিউটি টেস্ট।
কন্টিনিউটি টেস্ট কি?
কন্টিনিউটি টেস্ট এমন একটি টেস্ট যার সাহায্যে কোনো কারেন্ট প্রবাহের পথে কারেন্ট প্রবাহিত হয় কিনা তা যাচাই করা হয়। এখানে লক্ষণীয় বিষয়, এই টেস্টের সাহায্যে কারেন্ট পরিমাপ করা হয় না। শুধু দেখা হয়, কারেন্ট প্রবাহের পথ সক্রিয় আছে কি না।
কিভাবে ব্যবহার করা হয়?
কোন সার্কিটে কন্টিনিউয়িটি টেস্টের মূল তত্ত্ব হচ্ছে, খোলা সার্কিট বিদ্যুৎ প্রবাহ করতে পারেনা এবং বন্ধ/ক্লোজ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের ধারাবাহিকতা বজায় থাকে।
কি দিয়ে ন্টিনিউটি টেস্ট করা হয়?
কারেন্ট প্রবাহ শনাক্ত করা যায় এমন যেকোন মিটার বা পদ্ধতি ব্যবহার করে কন্টিনিউটি টেস্ট করা যায়। নিচে কয়েকটি ডিভাইস বা পদ্ধতি উল্লেখ করা হলো।
- এনালগ/ডিজিটাল মাল্টিমিটার
- ওহমমিটার বা মেগার
- সিরিজ লাইন/ল্যাম্প
এনালগ মাল্টিমিটারের সাহায্যে কন্টিনিউটি টেস্ট
এনালগ মাল্টিমিটার এর ক্ষেত্রে কন্টিনউটি টেস্ট করার জন্য সার্কুলার সুইচকে সবচেয়ে কম রোধ পরিমাপ এর স্কেলে রাখতে হয়। এরপর মিটারের নব দুটি যে সার্কিটের কন্টিনিউটি টেস্ট করতে হবে তার দুই প্রান্তে ধরতে হবে। সার্কিট ভালো থাকলে মিটারের buzzer শব্দ করবে ও লাল বাতি জ্বলে উঠবে। এছাড়া মিটারের কাটা সর্বনিম্ন বিক্ষেপ দেখাবে।
ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কন্টিনিউটি টেস্ট
ডিজিটাল মাল্টিমিটার এর ক্ষেত্রে সার্কুলার সুইচকে ডায়োড টেস্ট অংশে রাখতে হবে। এরপর কন্টিনিউটি টেষ্ট করলেই এনালগ মিটারের মতোই বাজার বেজে উঠবে ও লাল বাতি জ্বলবে এবং মিটারের ডিসপ্লেতে একটি পাঠ দেখাবে।
সিরিজ লাইনের সাহায্যে কন্টিনিউটি টেস্ট
সিরিজ লাইন টেস্টের সাহায্যে কন্টিনউটি টেস্ট করা যায়। এক্ষেত্রে যে লাইন টেস্ট করা দরকার তার সাথে একটি বাতি সিরিজে যুক্ত করে পাওয়ার দেওয়া হয়। লাইন ভালো থাকলে বাতিটি জ্বলে উঠবে অন্যথায় নিভে থাকবে।
মেগার দিয়ে কন্টিনিউটি টেস্ট
উচ্চ ভোল্টেজের ডিভাইসের ক্ষেত্রে মেগার দিয়ে কন্টিনিউটি টেস্ট করা হয়। এক্ষেত্রে টেস্ট পদ্ধতি মাল্টিমিটার দিয়ে টেস্ট করার মতোই।
কন্টিনিউটি টেস্ট করার সময় নিম্নোক্ত সাবধানতা অবলম্বন করা আবশ্যক
- সার্কিটের কন্টিনিউটি টেস্ট করার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা আবশ্যক
- সার্কিটে কোন ক্যাপাসিটর বা কন্ডেন্সার থাকলে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে
- সিরিজ লাইন দিয়ে টেস্ট করার সময় টেস্ট ভোল্টেজ রেটেড ভোল্টেজ এর মধ্যে হতে হবে। এর বেশি হলে পরীক্ষণীয় ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন