উপরের সংকেতগুলো দ্বারা বিভিন্ন প্রকার সাপ্লাই ভোল্টেজ বোঝানো হয়। কোন সার্কিটে Vcc-GND, কোথাও Vcc-Vee, Vdd-Vss আবার কোথাও Vdd-GND পাওয়ার পিন হিসেবে ব্যবহার হয়। Vcc, Vee, Vdd, Vss, GND বলতে কী বোঝায় এবং এর কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার হয় তা নিয়ে আজকের পোস্ট।
Vcc, Vee বলতে কী বোঝায়?
- TTL (ট্রানজিস্টর-ট্রানজিস্টর-লজিক) দিয়ে তৈরি আইসি-র ক্ষেত্রে যখন BJT ব্যবহার হয় তখন এই দুটি সংকেত ব্যবহার হয় আইসির পাওয়ার সাপ্লাই পিন হিসেবে।
- আইসি-র অভ্যন্তরে ট্রানজিস্টরের কালেক্টরগুলো একটি কমন পয়েন্টে যুক্ত থাকে। এটিই Vcc পিন। এখানে Vcc এর পূর্ণরূপ হচ্ছে কালেক্টর কালেক্টর ভোল্টেজ।
- NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে $V_{cc}$ এর মান পজিটিভ(+Ve)। অন্যদিকে PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে $V_{cc}$ এর মান নেগেটিভ(-Ve)।
- অনুরূপভাবে BJT আইসি-র কমন ইমিটার সাপ্লাই ভোল্টেজ পিনটি $V_{ee}$ পরিচিত। $V_{ee}$ এর পূর্ণরূপ হচ্ছে ইমিটার ইমিটার ভোল্টেজ।
- NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে $V_{ee}$ এর মান নেগেটিভ(-Ve)। কিন্ত PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে $V_{ee}$ এর মান পজিটিভ(+Ve)।
Vdd, Vss বলতে কী বোঝায়?
- FET দিয়ে তৈরি সার্কিট বা আইসির ক্ষেত্রে Vdd ও Vss সংকেত দুটি ব্যবহার হয় পাওয়ার সাপ্লাই পিন হিসেবে।
- ইলেকট্রনিক সার্কিট বা আইসিতে ব্যবহৃত ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের ড্রেনগুলো একটি কমন পয়েন্টে যুক্ত থাকে যা Vdd পিন। Vdd এর পূর্ণরূপ হচ্ছে ড্রেইন ড্রেইন ভোল্টেজ।
- অনুরূপভাবে সোর্সগুলো যে কমন পয়েন্টে যুক্ত থাকে তা Vss পিন। Vss এর পূর্ণরূপ হচ্ছে সোর্স সোর্স ভোল্টেজ।
- এখানে Vdd ও Vss ভোল্টেজ দুটি যথাক্রমে ইলেকট্রনিক সার্কিট বা আইসি-তে যথাক্রমে কমন ড্রেইন সাপ্লাই ভোল্টেজ ও কমন সোর্স সাপ্লাই ভোল্টেজ হিসেবে ব্যবহার হয়।
**GND** BJT বা FET উভয় ক্ষেত্রে গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন