আধুনিক সুবিধা পাওয়ার আশায় আমরা যখন রাইস কুকার ব্যবহারের কথা চিন্তা করি, তখন আমাদের মাথায় আশে এটি ব্যবহারিক খরচ কেমন হবে?
আসুন তাহলে জেনে নিই, "রাইস কুকারে বিদ্যুৎ খরচ কেমন বা এর বিল হিসাব কীভাবে করবেন"।
★ বাসাবাড়িতে যে ধরনের রাইস কুকার ব্যবহার হয় এমন একটি রাইস কুকার সাধারণত ৭৫০ থেকে ১৫০০ ওয়াটের হয়ে থাকে। এখানে হিসাবের সুবিধার্থে আমরা ১০০০ ওয়াটের রাইস কুকার ধরে নিবো।
★ ১০০০ ওয়াটের একটি রাইস কুকার ১ ঘন্টা চালালে তা ১ কিলোওয়াট-ঘন্টা এনার্জি খরচ করে যাকে ১ ইউনিট বিদ্যুৎ বলা হয়।
১ ইউনিট বিদ্যুতের দাম কত?
১ ইউনিট বিদ্যুতের দাম বিভিন্ন রকম হতে পারে। কারন এক মাসে মোট কত ইউনিট খরচ হয়েছে তা উপর ভিত্তি করে এই দাম ৪.১৯-১১ টাকা পর্যন্ত হতে পারে।
রাইস কুকার কতক্ষণ চালালে কত বিল হবে
১ ইউনিট বিদ্যুতের দাম সর্বোচ্চ ১১ টাকা। এটি ধরে হিসাব করলে যে বিল আসবে সেটি হবে রাইস কুকার সর্বোচ্চ বিল।
ধরুন, একটি রাইস কুকার দিনে ২.৫ ঘন্টা চলে। তাহলে মাস শেষে ইলেক্ট্রিক বিল কত হবে তা হিসাব করবো।
মোট ইউনিট
$={{২.৫*৩০*১০০০}/{১০০০}}\ ইউনিট$
$=৭৫\ \ ইউনিট$সুতরাং, একমাসে রাইস কুকারের সর্বোচ্চ বিদ্যুৎ বিল $={৭৫*১১}\ \ টাকা$ $={৮২৫}\ \ টাকা$
এবং একমাসে রাইস কুকারের সর্বোনিম্ন বিদ্যুৎ বিল $={৭৫*৪.১৯}\ \ টাকা$ $={৩১৪.২৫}\ \ টাকা$
বিদ্যুৎ বিল হিসাব করার জন্য একটি অনলাইন অ্যাপের লিংক নিচে দেয়া হলো
বিদ্যুৎ বিল হিসাব করার জন্য একটি অনলাইন অ্যাপ
কষ্ট করে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট পড়ে ভালো লাগলে কমেন্টে জানালে আমারও ভালো লাগবে।
ধন্যবাদ, ভাই
উত্তরমুছুন