অপটিক্যাল ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচার (NA) বলতে আপতিত রশ্মির সর্বোচ্চ যে কোণের(θ) জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাওয়া যায় তার সাইন(sin অর্থাৎ sinθ) হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অপটিক্যাল ফাইবারের NA দ্বারা নির্দিষ্ট কোণের বাইরে প্রবর্তিত রশ্মি ফাইবারের বিকিরণ মোডকে উত্তেজিত করবে।
নিউমেরিক্যাল অ্যাপারচার, NA কোন ফাইবারের আলো সংগ্রহ করার ক্ষমতার একটি পরিমাপ। এছাড়া সর্বোচ্চ কত কোণে আলো আপতিত হলে তা অপটিক্যাল ফাইবার দিয়ে প্রোপাগেট হবে সেটিও এর মাধ্যমে বোঝা যায়।
কোর এবং ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক জানা থাকলে তা থেকে খুব সহজে অপটিক্যাল ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচার নির্ণয় করা যায়। ধরি কোন অপটিক্যাল ফাইবারের পরের প্রতিসরাঙ্ক, $n_1$ ও কল্যাডিং এর প্রতিসরাঙ্ক, $n_2$ তাহলে ওই অপটিক্যাল ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচার,
$$NA=Sinα = √(n_1^2-n_2^2)$$
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন