কন্ডাকশন এবং ইন্ডাকশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কন্ডাকশনের সময় দুটি সার্কিট এর মধ্যে সরাসরি ইলেকট্রিক্যাল সংযোগ থাকতে হয় অপরদিকে ইন্ডাকশনের সময় দুটি সার্কিটের মধ্যে সরাসরি কোন ইলেকট্রিক্যাল সংযোগ থাকবে না।
কন্ডাকশন এবং ইন্ডাকশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য
- কন্ডাকশনের সময় উভয় সার্কিটে প্রবাহিত কারেন্টের দিক একই থাকে কিন্তু মাত্রা ভিন্ন হতে পারে। ইন্ডাকশনে সার্কিট দুটিতে ১৮০° আউট অফ ফেজে কারেন্ট প্রবাহিত হয়।
- কনডাকশনে সরাসরি ইলেকট্রিক্যাল সংযোগের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। অন্যদিকে ইন্ডাকশনের সময় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়।
- এসি অথবা ডিসি উভয় কারেন্টের ক্ষেত্রে কন্ডাকশন সম্ভব কিন্তু ইন্ডাকশন এসি কারেন্টের ক্ষেত্রে সম্ভব হলেও ডিসি কারেন্টের ক্ষেত্রে সম্ভব না।
- কন্ডাকশনের ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রিক্যাল পাথই যথেষ্ট কিন্তু ইন্ডাকশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং চৌম্বকীয় উভয় পাথের প্রয়োজন পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন