নিচের ছকে সিরিজ ও প্যারালাল সার্কিট এর পার্থক্য দেয়া হলোঃ
সিরিজ সার্কিট | প্যারালাল সার্কিট |
---|
সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের কেবল মাত্র একটি পথ থাকে।
| প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। |
সিরিজে থাকা সকল উপাদানের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। | প্রত্যেক উপাদানের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয়। |
উপাদানাগুলোর ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ ভিন্ন ভিন্ন হতে পারে। | প্যারালালে থাকা সকল উপাদানের আড়াআড়িতে ভোল্টেজ পার্থক্য একই থাকে। |
সিরিজ সার্কিটে একটি লোড নষ্ট বা ওপেন সার্কিট হয়ে গেলে অন্য লোড গুলোও চলে না।
| একটি লোড নষ্ট বা ওপেন সার্কিট হয়ে গেলে অন্য লোডগুলো ঠিকভাবে চলে। |
একটি মাত্র কন্ট্রোল সুইচে মাধ্যমে সিরিজে থাকা লোডগুলো একসাথে অন-অফ করা যায়। | আলাদা আলাদা কন্ট্রোল সুইচের মাধ্যমে প্রত্যেকটি লোড আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করা যায়। |
সিরিজও প্যারালাল সার্কিট এর পার্থক্য
|
সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের পার্থক্য |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন