প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ইলেকট্রিক্যালElectricalTransmission and DistributionWiring

ওয়্যার এবং ক্যাবল এর মধ্যে পার্থক্য (Difference Between Cable and Wire)

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

বৈদ্যুতিক ক্ষেত্রে, "ওয়্যার" এবং "ক্যাবল" দ্বারা প্রায়শই আমরা একই জিনিস নির্দেশ করি বা বুঝি। আবার ইংরেজি Wire ও Cable দুটি শব্দেরই বাংলা অর্থ দাড়ায় "তার" যা ব্যবহারিক ক্ষেত্রে ঝামেলার তৈরি করে। তাই প্রযুক্তিগতভাবে ইংরেজি শব্দ দুটি ব্যবহার করাই ভালো হবে বলে মনে করি। যাইহোক, ওয়্যার এবং ক্যাবল এর মধ্যে উল্লেযোগ্য পার্থক্য রয়েছে যা আজকের পোস্টে ব্যাখ্যা করবো।

Wire ও Cable উভয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো "ওয়্যার" একটি একক পরিবাহী, অন্যদিকে ক্যাবল একটি একক ইন্সুলেশন জ্যাকেটের মধ্যে ভিন্ন ভিন্ন ইন্সুলেশন যুক্ত অনেকগুলো পরিবাহীর সমন্বয়। প্রতিটি ক্ষেত্রে, পরিবাহী সাধারণত তামা, অ্যালুমিনিয়াম বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে। তবে অপটিক্যাল ক্যাবল এর ব্যতিক্রম, যা সচ্ছ প্লাস্টিক বা কাচের তন্তু দিয়ে তৈরি।

IMG_20210610_173654
IMG_20210607_164052

ওয়্যার বলতে কি বুঝায়?

ইলেকট্রিক ওয়্যার বলতে বোঝায় ধাতুর তৈরি একটি পাতলা/চিকন তন্তু বিশেষ যা সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি এবং যা বৈদ্যুতিক কারেন্ট প্রবাহে একটি একক পরিবাহী হিসেবে ব্যবহার হয়। ইলেকট্রিক ওয়্যারে এক বা একাধিক স্ট্র্যান্ড বা তন্তু থাকতে পারে। ওয়্যার এককভাবে বা একটি ক্যাবলের অংশ হিসাবে ব্যবহার হয়।

ক্যাবল বলতে কি বুঝায়?

ক্যাবলের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ক্যাবলে একটি সাধারণ ইন্সুলেটিং জ্যাকেটের মধ্যে একাধিক ইন্সুলেশন যুক্ত পরিবাহী থাকে। ক্যাবলের মধ্যে ব্যবহৃত ইন্সুলেশন যুক্ত এই পরিবাহিত একেকটি ওয়্যার। এর মধ্যে সবচেয়ে সাধারণ/কমন ক্যাবলে দুটি পরিবাহী থাকে, যার প্রত্যেকটি একটি বাইরের ইন্সুলেশন খোলসের মধ্যে পৃথক ইন্সুলেশন যুক্ত দুটি পরিবাহী। এই ক্যাবলে পরিবাহী দুটি বৈদ্যুতিক সার্কিটে ফেজ ও নিউট্রাল সরবরাহ করে। এছাড়া পরবর্তী জনপ্রিয় ক্যাবলে ইন্সুলেশন যুক্ত তিনটি পরিবাহী থাকে যার একটি ফেজ, একটি নিউট্রাল ও অন্যটি আর্থ সংযোগ প্রদানের জন্য ব্যবহার হয়। প্রতিটি তার সহজে সনাক্তকরণের জন্য বিভিন্ন রঙের ইন্সুলেশন ব্যবহার হয়।
Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please