বৈদ্যুতিক ক্ষেত্রে, "ওয়্যার" এবং "ক্যাবল" দ্বারা প্রায়শই আমরা একই জিনিস নির্দেশ করি বা বুঝি। আবার ইংরেজি Wire ও Cable দুটি শব্দেরই বাংলা অর্থ দাড়ায় "তার" যা ব্যবহারিক ক্ষেত্রে ঝামেলার তৈরি করে। তাই প্রযুক্তিগতভাবে ইংরেজি শব্দ দুটি ব্যবহার করাই ভালো হবে বলে মনে করি। যাইহোক, ওয়্যার এবং ক্যাবল এর মধ্যে উল্লেযোগ্য পার্থক্য রয়েছে যা আজকের পোস্টে ব্যাখ্যা করবো।
Wire ও Cable উভয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো "ওয়্যার" একটি একক পরিবাহী, অন্যদিকে ক্যাবল একটি একক ইন্সুলেশন জ্যাকেটের মধ্যে ভিন্ন ভিন্ন ইন্সুলেশন যুক্ত অনেকগুলো পরিবাহীর সমন্বয়। প্রতিটি ক্ষেত্রে, পরিবাহী সাধারণত তামা, অ্যালুমিনিয়াম বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে। তবে অপটিক্যাল ক্যাবল এর ব্যতিক্রম, যা সচ্ছ প্লাস্টিক বা কাচের তন্তু দিয়ে তৈরি।
ওয়্যার বলতে কি বুঝায়?
ইলেকট্রিক ওয়্যার বলতে বোঝায় ধাতুর তৈরি একটি পাতলা/চিকন তন্তু বিশেষ যা সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি এবং যা বৈদ্যুতিক কারেন্ট প্রবাহে একটি একক পরিবাহী হিসেবে ব্যবহার হয়। ইলেকট্রিক ওয়্যারে এক বা একাধিক স্ট্র্যান্ড বা তন্তু থাকতে পারে। ওয়্যার এককভাবে বা একটি ক্যাবলের অংশ হিসাবে ব্যবহার হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন