বাসা বাড়িতে ব্যবহৃত সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান প্রায়শই উল্টা ঘুরতে দেখি। আজকের পোস্টে এই সকল সিঙ্গেল ফেজ ফ্যান কেন উল্টা ঘুরে তা নিয়ে আলোচনা করব।
সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান উল্টা ঘোরার কারণ
এসি সিঙ্গেল ফেজ মোটরে দুটি কয়েল থাকে, একটি স্টারটিং কয়েল এবং অন্যটি রানিং কয়েল। স্টার্টিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটর সিরিজে যোগ করে পাওয়ার সাপ্লাই দেয়া হয়। অন্যদিকে রানিং কয়েলে সরাসরি এসি সাপ্লাই দেয়া হয়। তাই ক্যাপাসিটর সংযোগ ও পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই দুটি (স্টারটিং ও রানিং) কয়েলের মোট চারটি প্রান্ত/তার বাহিরে বের করা থাকে। অনেক সময় সংযোগের সুবিধার্থে দুটি কোয়েলের একটি প্রান্ত সংযোগ করে একটি সাধারণ/কমন প্রান্ত বের করা হয়, এক্ষেত্রে চারটির বদলে মোট তিনটি তার বাহিরে দেখা যায়। সিঙ্গেল ফেজ মোটরের রানিং কয়েল স্টার্টিং কয়েল ও ক্যাপাসিটর এর সংযোগ নিচের সার্কিটে দেয়া হলো।
ক্যাপাসিটর সহ সিঙ্গেল ফেজ মোটর সার্কিট ডায়াগ্রাম |
সিঙ্গেল ফেজ ফ্যান দুটি কারণে উল্টা বা বিপরীত দিকে ঘুরতে পারে।
- ভুল ভাবে ক্যাপাসিটর সংযোগ ও পাওয়ার সাপ্লাই
- অভ্যন্তরীণ কয়েলের শর্ট সার্কিট
ফ্যানে ভুল ক্যাপাসিটর সংযোগ ও পাওয়ার সাপ্লাই
ভুল বশত যদি ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের পরিবর্তে রানিং কয়েলের সাথে সিরিজে সংযোগ হয়ে যায় এবং এই অবস্থায় পাওয়ার সাপ্লাই দেয়া হয় তাহলে সিঙ্গেল ফেজ মোটর উল্টা বা ফ্যান বিপরীত দিকে ঘুরবে। ক্যাপাসিটরের সংযোগ উল্টে দিলেও অথবা পাওয়ার সাপ্লাই উল্টে দিলেও মোটর একই দিকে ঘুরতে থাকবে।
কারণ: এই অবস্থায় স্টার্টিং কয়েল রানিং কয়েল হিসেবে এবং রানিং কয়েল স্টারটিং কয়েল হিসেবে কাজ করবে; ফলে মোটরের রোটরে উদ্ভূত বলের অ্যাঙ্গেল অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যাবে ও মোটর উল্টা দিকে ঘুরতে থাকবে।
প্রতিকার: এক্ষেত্রে মোটরের উল্টা ঘোরা বন্ধ করতে হলে স্টার্টিং কয়েল, রানিং কয়েল এবং ক্যাপাসিটর সঠিকভাবে সংযোগ করে পাওয়ার সাপ্লাই দিতে হবে।
অভ্যন্তরীণ কয়েলের শর্ট সার্কিট এর কারণে উল্টা ঘোরা
মোটরের রোটর কয়েলের কোথাও শর্ট সার্কিট হলে বিশেষ করে রানিং কয়েলের কোনো অংশে শর্ট সার্কিট হলে সিঙ্গেল ফেজ মোটর উল্টা বা ফ্যান বিপরীত দিকে ঘুরে।
কারণ: শর্ট সার্কিটের কারণে স্টার্টিং কয়েলের আকার ছোট হয়ে যায়। ফলে স্টার্টিং কয়েল রানিং কয়েল হিসেবে এবং রানিং কয়েল স্টারটিং কয়েল হিসেবে আচরণ করে; ফলে ক্যাপাসিটর সংযোগ ও পাওয়ার সাপ্লাই সঠিক থাকলেও মোটরের রোটরে উদ্ভূত বলের অ্যাঙ্গেল অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যায় ও মোটর উল্টা দিকে ঘুরে।
প্রতিকার: এক্ষেত্রে মোটরের উল্টা ঘোরা বন্ধ করতে হলে নিচের পদ্ধতি গুলোর একটি অনুসরণ করা যেতে পারে।
- যেহেতু স্টার্টিং কয়েল রানিং কয়েল হিসেবে আচরণ করছে, তাই ক্যাপাসিটরের সংযোগ পরিবর্তন করে অন্য কয়েনের সাথে সিরিজে সংযোগ করে পাওয়ার সাপ্লাই দিলে পাখা সঠিক দিকে ঘুরবে ও বাতাস দিবে।
- কয়েলের যে অংশটি শর্ট সার্কিট হয়েছে শুধুমাত্র সেই অংশটি পরিবর্তন করে নতুন করে বাধাই করলে ফ্যান সঠিক দিকে ঘুরবে।
- কোথায় শর্ট সার্কিট হয়েছে তা খুঁজে না পেলে সম্পূর্ণ কয়েল পরিবর্তন করা লাগবে। এতে মোটর ঠিক হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন