বিভিন্ন প্রকার খাবার, পানীয় বা ঔষধ নিরাপদ ও ঠান্ডা রাখতে ফ্রিজে/রেফ্রিজারটরে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন। তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে, ফ্রিজ/রেফ্রিজারটর চালানোর জন্য সৌর শক্তি কার্যকর হবেনা। তবে, সঠিক সৌর শক্তি হিসাব ও কনফিগারেশনের মাধ্যমে আপনি সৌর শক্তি ব্যবহার করে যে কোনও ফ্রিজ/রেফ্রিজারেটর চালাতে পারবেন।
সৌর শক্তি সেটআপ
সৌর শক্তির সাহায্য রেফ্রিজারেটর/ফ্রিজ চালাতে হলে উপযুক্ত সোলার প্যানেল ছাড়াও আরো কয়েকটি ডিভাইসের প্রয়োজন। যেমন-
- রাতে বা মেঘাচ্ছন্ন অবস্থায় শক্তি সরবরাহের জন্য ব্যাটারি প্রয়োজন।
- প্যানেল থেকে ব্যাটারিতে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রন করার জন্য চার্জ কন্ট্রোলার প্রয়োজন। এছাড়া চার্জ কন্ট্রোলার ব্যাটারির ওভার চার্জ ও আন্ডার চার্জ নিয়ন্ত্রন করে।
- একটি ইনভার্টার যা ব্যাটারির ডিসি শক্তি ফ্রিজ/রেফ্রিজারেটর চালানোর জন্য এসি শক্তিতে রূপান্তর করবে।
ফ্রিজের বিদ্যুৎ খরচ
রেফ্রিজারেটর/ফ্রিজ চালানোর জন্য সোলার সিস্টেম ডিজাইন করার সময় রেফ্রিজারেটর/ফ্রিজ যে গড় শক্তি গ্রহণ করবে তা বিবেচনায় নিতে হবে। কোন ফ্রিজ কি পরিমান গ্রহণ করবে তা জানার জন্য নেমপ্লেট দেখতে হবে, যা সাধারণত ফ্রিজের কোথাও থাকে। নেমপ্লেটে রেটেড ভোল্টেজ ও কারেন্টের চাহিদা উল্লেখ থাকে। উদাহরণস্বরূপ, একটি ফ্রিজ ২২০ ভোল্ট এবং ২.৫ অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করলে পাওয়ার হিসাব করার জন্য এই দুটি পরিমাণকে গুণ করে, ২২০ x ২.৫ = ৫৫০ ওয়াট শক্তি পাওয়া যায়।
বিদ্যুৎ ব্যবহারে ওঠানামা
একটি ফ্রিজ তার পারিপার্শ্বিক অপারেটিং অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন উপায়ে শক্তি ব্যবহার করে। স্টার্টআপের সময় কোন ফ্রিজ প্রায় ৩-৫ গুন কারেন্ট গ্রহণ করতে পারে, যা এক সেকেন্ডের ক্ষুদ্র কয়েক ভাগের মধ্যে ঘটে যায়। স্টার্টআপের পরে, ফ্রিজ নেমপ্লেট ভোল্টেজ এবং কারেন্ট অনুযায়ী শক্তি ব্যবহার করে। এছাড়া পারিপার্শ্বিক অবস্থা উষ্ণ থাকলে ফ্রিজ তুলনামূলক বেশি কারেন্ট গ্রহণ করবে। অন্যদিকে পারিপার্শ্বিক অবস্থা শীতল থাকলে কম কারেন্ট গ্রহণ করবে।
ব্যাটারী ও ইনভার্টার
ব্যাটারি নির্বাচন করার পূর্বে ইনভার্টারের দক্ষতা বিবেচনা করতে হবে। সাধারণত একটি ইনভার্টার ৫০-৮০% ইফিসিয়েন্সি দিয়ে থাকে। ভালো দক্ষতার ইনভার্টার ব্যবহার করলে তুলনামূলক কম এম্পিয়ার-ঘন্টার ব্যাটারি লাগবে। সোলার সিস্টেমে সাধারণত ডিপ সাইকেল ব্যাটারি বেশি ব্যবহার হয়। এক্ষেত্রেও এর ব্যতিক্রম করা উচিত হবে না। তাত্ত্বিকভাবে একটি ২০০ এম্পিয়ার-ঘন্টা ব্যাটারি ২০ এম্পিয়ার হারে কারেন্ট সরবরাহ করলে তা ১০ ঘন্টায় সম্পূর্ণ ডিসচার্জ হবে। একটি ব্যাটারি সর্বোচ্চ কি হারে কারেন্ট সরবরাহ করতে পারবে তা এর স্পেসিফিকেশনে উল্লেখ থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন