-- VoIP এর পূর্ণরূপ হচ্ছে Voice Over Internet Protocol
-- ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) হল প্রচলিত এনালগ সিস্টেমের পরিবর্তে "ইন্টারনেট প্রটোকল" ব্যবহার করে যোগাযোগ করার একটি প্রযুক্তি।
-- ভিওআইপির জনপ্রিয় উদাহরণ হল স্কাইপ এবং হোয়াটসঅ্যাপ। এটি ব্যবসার জন্য ভালো কারণ নিয়মিত কল রেটের চেয়ে খরচ অনেক কম।
-- VoIP এর মাধ্যমে অনেক কম খরচে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে পৃথিবীর যে কোন প্রান্তে যতক্ষণ ইচ্ছা কথা বলা যায়।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন