কখনো ভেবে দেখেছেন কি - একের অধিক ডায়োড সিরিজ বা প্যারালাল করলে কি ঘটে? আসুন তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখি কি কি ঘটতে পারে।
ডায়োড সিরিজ/সমবায় সমন্বয়
ডায়োড নিম্নোক্ত দুভাবে সিরিজ বা সমবায় সমন্বয় করা যায়-
১। একই পোলারিটির ক্রমে সংযোগ
এভাবে(চিত্রে - ক) সংযোগ করলে ডায়োডগুলো মিলে একটি ডায়োডের মত আচরন করে। এক্ষেত্রে আলাদা আলাদা ডায়োড তাদের অন্যান্য বৈশিষ্ট্য গুলো ধরে রাখেন রাখে। এতে ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডগুলো একসাথে রিভার্স বায়াস বা ফরওয়ার্ড বায়াসে যায়। ফলে সিরিজ রেসিস্টেন্স, ফরওয়ার্ড ব্যারিয়ার ভোল্টেজ বা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বৃদ্ধি পায়।
ভিন্ন পোলারিটির ক্রমে সংযোগ
এতে(চিত্রে - খ) কমপক্ষে একটি ডায়োড রিভার্স বায়াস থাকে বলে প্রয়োগকৃত ভোল্টেজ রিভার্স ব্রেকডাউন অপেক্ষা বেশি না হলে কোন কারেন্ট প্রবাহিত হয় না। এ প্রক্রিয়ায় সাধারণত দুটি জেনার ডায়োড সংযুক্ত করে পজেটিভ ও নেগেটিভ উভয় প্রকার ভোল্টেজ হতে বিভিন্ন সংবেদনশীল ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করা হয়।
ডায়োড প্যারালাল/সমান্তরাল সমন্বয়
ডায়োড নিম্নোক্ত দুভাবে প্যারালাল বা সমান্তরাল সমন্বয় করা যায়-
একই পোলারিটির ক্রমে সংযোগ
এতে(চিত্রে - গ) ডায়োডের অ্যানোডগুলো এক সাথে ও ক্যাথোডগুলো এক সাথে সংযুক্ত থাকে। ফলে সবগুলো ডায়োড একসাথে ফরোয়ার্ড ও রিভার্স বায়াসে যায়। এভাবে ডায়োডগুলো প্যারালেলে সংযুক্ত থাকলে এদের ইন্টারনেট রেজিস্ট্যান্স গুলোর প্যারালালে থাকে। ফলে মোট রেজিস্টেন্স হ্রাস পায়। প্যারালালে থাকা ডায়োডগুলো কারেন্ট শেয়ার করে। ফলে বেশি কারেন্ট রেকটিফাই করা যায়।
ভিন্ন পোলারিটির ক্রমে সংযোগ
এক্ষেত্রে(চিত্রে - ঘ) কমপক্ষে একটি ডায়োড রিভার্স বায়াস ও একটি ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে। ফলে প্রয়োগকৃত ভোল্টেজ ব্যারিয়ার ভোল্টেজ ও রিভর্স ব্রেকডাউন ভোল্টেজ সমষ্টির বেশি না হলে কোন কারেন্ট প্রবাহিত হবে না।
ডায়োড সিরিজ বা প্যারালাল করলে কি ঘটে |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন