আমরা জানি, বৈদ্যুতিক কারেন্ট নিউট্রাল লাইন দিয়ে ফেরত যায় অথচ নিউট্রাল লাইন স্পর্শ করলে শক করে না। কেন?
আমরা জানি, বৈদ্যুতিক শকের জন্য শর্ত হলো- শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া। কারেন্ট প্রবাহ বা প্রবাহের মাত্রা নির্ভর করে রেজিস্ট্যান্স এবং প্রয়োকৃত ভোল্টেজের পার্থক্যের উপর।
আবার আমরা জানি, নিউট্রাল লাইনের ভোল্টেজ শূন্য এবং আপনি অবস্থান করছেন মাটিতে বা গ্রাউন্ডে যার ভোল্টেজ শূন্য। ফলে আপনার শরীরের যে প্রান্তে বৈদ্যুতিক লাইনের নিউট্রাল তার সংযোগ দেয়া হয়েছে এবং অপরপ্রান্ত যেখানে মাটিতে দাড়িয়ে আছেন, এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য শুন্য। ভোল্টেজের পার্থক্য শূন্য হওয়ায় আপনার শরীরের ভেতর দিয়ে কোন ইলেকট্রন অর্থাৎ কারেন্ট প্রবাহ হবেনা। তাই আপনি শক খাবেননা।
নিউট্রাল কে বেশির ভাগ সময়ই আর্থের সঙ্গে সংযুক্ত করে গ্রাউন্ড করা হয়। তাই এতে কোন ভোল্টেজ না থাকায় আমাদের শক লাগে না।
সতর্কতা :
সিস্টেমের ত্রুটি ও লাইনে ফল্টের কারনে অথাবা আর্থ রেজিস্ট্যান্স বেশি হলে নিউট্রাল পয়েন্ট কিছু ভোল্টেজ থাকতে পারে। ফলে নিউট্রাল ধরলে শক লাগতে পারে।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন