অনলাইন ইউপিএস
এটি এমন এক ধরনের UPS যার ইনভার্টার সবসময় অন থাকে। কারেন্ট থাকা অবস্থায় এটি চার্জ হতে থাকে। এর পাশাপাশি ইনভার্টার এর মাধ্যমে পাওয়ার দেওয়া হয় ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে। অর্থাৎ কারেন্ট থাকাকালিন এই ইউপিএস এ একই সাথে দুই ধরনের কনভার্শন চলে। ফলে সার্কিট এমনভাবে ডিজাইন করা হয় - বিদ্যুৎ যাওয়া-আসার সময় যাতে ইনভার্টার বন্ধ না হয়। অনলাইন ইউপিএস-এ সাধারণত পিউর সাইন ওয়েভ ইনভার্টার থাকে। ফলে দাম তুলনামূলক বেশি হয়।
অফলাইন ইউপিএস
এতে থাকা ইনভার্টার সবসময় চালু বা অন থাকে না। বিদ্যুৎ থাকলে লোড বিদ্যুৎ দিয়ে চলে আর ইনভার্টার বন্ধ থাকে। বিদ্যুৎ চলে গেলে ইনভার্টার চালু হয় এবং ব্যাটারি থেকে লোডে পাওয়ার দেয়া হয়। আমরা সাধারণত কম্পিউটারে যে ইউপিএস ব্যবহার করি সেগুলো অফলাইন ইউপিএস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন