ট্রান্সফরমারের ইন্সুলেটিং অয়েলের ইন্সুলেশন টেস্ট করার সময় একটি গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে লস অ্যাঙ্গেল (Loss Angle) বা
δ টেস্ট বা লস অ্যাঙ্গেলের tangent বা $tan\ δ$ টেস্ট। অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত অয়েলের গুনগত মান যাচাই করার জন্য একই টেস্ট করা হয় ।
আমরা জানি, আদর্শ ক্যাপাসিটর এর ১০০% লিডিং কারেন্ট থাকে। কিন্তু ব্যবহারিক ক্যাপাসিটর আদর্শ ক্যাপাসিটরন্যায় আচরণ করে না, এতে কারেন্ট ৯০° লিডিং থাকে না। ইন্সুলেটর যত বিশুদ্ধ কারেন্ট তত বেশি লিডিং থাকে অথবা অন্যভাবে বলা যায়, যে ক্যাপাসিটরে কারেন্ট যত বেশি লিডিং থাকে সে ক্যাপাসিটর তত ভালো বলে ধরে নেয়া হয়। ব্যবহারের ফলে ক্যাপাসিটরে ব্যবহৃত ডাই-ইলেক্ট্রিকের ইন্সুলেটিং স্ট্রেংথ হ্রাস পেতে থাকে।
ব্যবহারিক ক্যাপাসিটর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ও আদর্শ ক্যাপাসিটর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের কোণের পার্থক্যকে লস অ্যাঙ্গেল বলে। অর্থাৎ কোনো ব্যবহারিক ক্যাপাসিটরে কারেন্ট যদি ৭০° (লিডিং) হয় তাহলে লস অ্যাঙ্গেল হবে $৯০°-৭০°=২০°$।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন