ডিসি মোটর (DC MOTOR)
ডিসি মোটর এমন এক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস যা ডিসি ভোল্টেজ সোর্স যেমন ব্যাটারি, সোলার প্যানেল ইত্যাদি হতে শক্তি সংগ্রহ করে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করে। বর্তমানে ডিসি মোটর খেলনা গাড়ি থেকে শুরু করে অনেক বড় বড় কাজে ব্যবহার হয়ে থাকে। ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন ডিসি মোটর সুবিধাজনক হওয়ায় এর ব্যবহারের দিন দিন বাড়ছে ।
ডিসি মোটর প্রধান প্রকারভেদ নিচে উল্লেখ করা হলো
ডিসি মোটরের প্রধান প্রকারভেদ
ডিসি মোটরের প্রকার নিচে দেয়া হলোঃ
- স্থায়ী চুম্বক ডিসি মোটর
- সিরিজ ডিসি মোটর
- শান্ট ডিসি মোটর
- কম্পাউন্ড ডিসি মোটর
- পৃথক এক্সাইটেড ডিসি মোটর
স্থায়ী চুম্বক ডিসি মোটর
এক্ষেত্রে ফ্লাক্স তৈরি করার জন্য স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। এ ধরনের মোটরের স্টার্টিং টর্ক খুব ভালো হয় এবং স্পিড বা গতি ভালো থাকে। তবে টর্ক সীমাবদ্ধ থাকায় এই মোটর এর ব্যবহার সীমাবদ্ধ হয়ে যায়।
সিরিজ ডিসি মোটর
এই ধরনের মোটরের ফিল্ডে স্থায়ী চুম্বক এর পরিবর্তে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় যার কয়েল আর্মেচার কয়েলের সাথে সিরিজে যুক্ত থাকে। এই ধরনের ডিসি মোটর উচ্চ স্টার্টিং টর্ক নিয়ে স্টার্ট হতে পারে তবে এর স্পীড রেগুলেশন ভালো হয়না। তাই যেখানে লোড বারবার পরিবর্তন হতে পারে সেখানে সিরিজ ডিসি মোটর ব্যবহার সুবিধাজনক নয়।
শান্ট উন্ড ডিসি মোটর
এক্ষেত্রে ফিল কয়েল আর্মেচার কয়েলের সাথে প্যারালালে থাকে। ফলে আর্মেচার ভোল্টেজ ও ফিল্ড ভোল্টেজ সমান হয়। শান্ট ডিসি মোটরকে স্থির গতির অর্থাৎ এতে গতি সব সময় একই থাকে। ফলে এতে পরিবর্তনশীল লোড নির্ভরতার সাথে ব্যবহার করা যায়। সান্ট মোটর আবার দুই প্রকার_
- শর্ট শান্ট ও
- লং শান্ট
কম্পাউন্ড উন্ড ডিসি মোটর
শান্ট এবং সিরিজ ডিসি মোটরের সমন্বিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য কম্পাউন্ড উন্ড ডিসি মোটর ব্যবহার করা হয়। এতে ফিল্ড কয়েল এর কিছু অংশ আর্মেচার এর সাথে সিরিজে থাকে আর কিছু অংশ প্যারালালে থাকে।
পৃথক এক্সাইটেড ডিসি মোটর
এ ধরনের ডিসি মোটরের কয়েল এবং আর্মেচার করলে আলাদা আলাদা ডিসি উৎস-হতে শক্তি সরবরাহ করা হয়।
ডিসি মোটর সম্পর্কিত পোস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন