যে লজিক গেটের সাহায্যে অন্যান্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাকে ইউনিভার্সাল লজিক গেট বলে। যেমন NAND গেট ও NOR গেট।
প্রমাণ: NOR গেট একটি ইউনিভার্সাল গেট (Proving NOR Gate is a Universal Gate)
NAND গেটের ট্রুথ টেবিল, গঠন ও লজিক সার্কিট প্রতীক নিচে দেয়া হলো।
প্রমাণ- NAND গেট ইউনিভার্সাল গেট
একটি NAND গেট মূলত একটি AND গেটের আউটপুটে একটি NOT গেট যুক্ত করে তৈরি যা উপরের চিত্রে দেখানো হয়েছে।
মৌলীক গেটের সাহায্যে অন্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাই NAND গেটের সাহায্যে যদি মৌলিক গেটগুলি তৈরি করা যায় তাহলে প্রমাণিত হবে যে, NAND গেট একটি ইউনিভার্সাল গেট।
NAND গেটের সাহায্যে NOT গেট
NAND গেটের সাহায্যে OR গেট
দুই ইনপুট বিশিষ্ট একটি OR গেটের লজিক সমীকরণ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন