মেশ এনালাইসিস এর মাধ্যমে কোন সার্কিট সমাধান করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
- সার্কিটটি এমনভাবে আকতে হবে যাতে কোন ওভার বা আন্ডার কানেকশন থাকে থাকে।
- সার্কিট এর প্রত্যেকটি আবদ্ধ অংশকে এক একটি মেশ ধরতে হবে। সবগুলো মেশ একই দিকে ধরতে হবে। হিসেবের সুবিধার্থে সাধারণত মেশ ক্লকওয়াইজ ধরা হয়।
- প্রত্যেক মেশে কার্শপের ভোলটেজ সূত্র প্রয়োগ করে সমীকরণ তৈরি করতে হবে। এভাবে মোট চলকের সমান সংখ্যক সমীকরণ পাওয়া যাবে।
- দুটি মেশের মাঝখানে কারেন্ট সোর্স থাকলে সুপারমেশ ধরতে হবে। সুপারমেশে কার্শপের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে একটি সমীকরণ আসবে। এছাড়া সুপারমেশে কারেন্ট সূত্র প্রয়োগ করে অন্য সমীকরণ গঠন করতে হবে।
- গঠিত সমীকরণগুলো সমাধান করলে মেশ কারেন্ট পাওয়া যাবে।
উদাহরণের সাথে নিচে ব্যাখ্যা করা হলো
সমস্যা-১: মেশ এনালাইসিস ব্যবহার করে নিচের সার্কিট হতে ও এর মান বের করতে হবে ।
সমাধান-১উপরের সার্কিটে তিনটি মেশ ধরা হয়েছে যার মেশ কারেন্ট , ও , এখন মেশ অনুযায়ী কার্শপের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে পাই-
(i) হতে পাই
(ii) হতে পাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন