একটি সাধারণ বেসিক ভোল্টেজ পরিমাপ করার মিটারের রেঞ্জ খুব কম থাকে। এই রেঞ্জ বৃদ্ধি করার দুটি উপায়ের প্রথমটি হলো সিরিজে উচ্চ রেজিস্ট্যান্স যুক্ত করে এবং অন্যটি হলো পোটেনশিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করে।
আজকের পোস্টে মাল্টিপ্লায়ার ব্যবহার করে কীভাবে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায় তা দেখানো হবে।
সিরিজে উচ্চ রেজিস্ট্যান্ট যুক্ত করে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করা
ভোল্টমিটারের রেঞ্জ বাড়ানোর জন্য ভোল্টমিটারের সাথে একটি উচ্চ রোধ সিরিজে সংযোগ করা হয়। ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য এর সাথে সিরিজে যে রেজিস্ট্যান্স যুক্ত করা হয় তাকে মাল্টিপ্লায়ার বলে।
ধরি, কোন ভোল্টমিটারে দিয়ে ভোল্টেজ পরিমাপ করা যায়। এর অভ্যন্তরিন রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ পরিমাপের সময় এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি,
এখন ধরি, এই ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করে সর্বোচ্চ ভোল্টেজ পরিমাপ করতে হলে এর সাথে মাল্টিপ্লায়ার সিরিজে যোগ করতে হবে। এক্ষেত্রে ভোল্টমিটারের কারেন্ট,
১০০০ ভোল্ট পর্যন্ত সাধারন ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ পরিমাপ করা যায়। এর বেশি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে সাধারন ভোল্টমিটারের সাথে পটেনশিয়াল ট্রান্সফরমারের যোগ করে ভোল্টমিটারের রেঞ্জ বাড়ানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন