ডিসি মেশিনে EMF সমীকরণ প্রতিপাদনের জন্য একটি মোটর বিবেচনা করি যার 'P' সংখ্যক পোল, প্রতি পোলে 'Z' সংখ্যক কন্ডাক্টর এবং রোটর প্রতি মিনিটে 'N' গতিতে ঘুরছে।
এখন যদি প্রতি পোলে 'φ' ওয়েবার ফ্লাক্স উৎপাদিত হয়, তাহলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে প্রতি কন্ডাক্টরে আবেশিত EMF:
$$EMF = {dφ}/{dt}$$
আবার যেহেতু মেশিনটি প্রতি মিনিটে $N$ গতিতে ঘুরছে তাই একবার ঘুরতে প্রয়োজনীয় সময়, $dt = 60/N$ সেকেন্ড।
সুতরাং প্রতি ঘূর্ণনে প্রতি কন্ডাক্টরে উৎপন্ন
এখন মেশিনে যদি Z সংখ্যক কন্ডাক্টর এবং A সংখ্যক প্যারালাল পথ থাকে তাহলে আবিষ্ট ই এম এফ,
$$EMF = {PφNZ}/{60A}$$
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন