ট্রান্সফর্মার ব্যাংকিং |
ট্রান্সফরমার ব্যাংক বলতে একটি তিন ফেজ ট্রান্সফরমারের পরিবর্তে দুই বা তিনটি এক-ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে তিন-ফেজের শক্তি রূপান্তর করার কৌশলকে বোঝায়। এক ফেজ ট্রান্সফরমারের প্রাথমিক উইন্ডিংগুলি ডেল্টা বা স্টারে সংযুক্ত করা যেতে পারে। একইভাবে সেকেন্ডারি উইন্ডিংগুলিও ডেল্টা বা স্টার কনফিগারেশনে সংযুক্ত থাকতে পারে। ট্রান্সফরমার ব্যাঙ্ক তৈরি করতে কি ধরনের সংযোগ ব্যবহার হয় তার উপর ভিত্তি করে ২ অথবা ৩টি ট্রান্সফরমার লাগে।
ট্রান্সফরমার ব্যাঙ্কের সমতুল্য পওয়ার এক-ফেজ ট্রান্সফরমারের নেমপ্লেট রেটিং-এর তিন গুণের সমান হবে। সাধারণত এই ধরনের ইনস্টলেশন একটি তিন-ফেজ ট্রান্সফরমার ব্যবহার করার চেয়ে বেশি ব্যয়বহুল। তবে ট্রান্সফরমার ব্যাংকিংয়ের কিছু সুবিধাও রয়েছ।
ট্রান্সফরমার ব্যাংক ব্যবহারের সুবিধা
- তিনটি পৃথক ইউনিট থাকায় রক্ষণাবেক্ষণ সহজ।
- ট্রান্সপোর্ট করা সহজ।
- ভবিষ্যতে লোড বাড়তে পারে এমন জায়গায় প্রথমে একটি সিঙ্গেল ফেজ ও পরে লোড বাড়লে আরো একটি বা দুটি ট্রান্সফরমার যুক্ত করে তিন ফেজ করা হয়।
ট্রান্সফর্মার ব্যাংক এর প্রকারভেদ
- স্টার-ডেল্টা
- স্টার-স্টার
- ডেল্টা-স্টার
- ডেল্টা-স্টার
এছাড়াও তুলনামূলক কম জনপ্রিয় দুই প্রকার ট্রান্সফর্মার ব্যাংকিং ব্যবহার হয় যেখানে মূলত দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার প্রয়োজন পড়ে।
- ওপেন ডেল্টা বা v-v কানেকশন
- টি কানেকশন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন