এই ব্লগের পাঠকদের একটি সাধারণ জিজ্ঞাসা হচ্ছে, "একটি কম্পিউটার এর বিদ্যুৎ বিল কত হতে পারে?" অনেক দিনের আকাঙ্খিত এই প্রশ্নের উত্তর দিব আজকের পোস্টে।
কম্পিউটার চালালে বিদ্যুৎ বিল কত হবে তা নির্ভর করে কেমন ব্যবহার হচ্ছে। কম্পিউটারে সিপিইউ এবং মনিটর আলাদা আলাদাভাবে পাওয়ার শোষণ করে। একটি সিপিইউ ৬০-২০০ ওয়াট পাওয়ার এবং একটি মনিটর ৩০-৫০ ওয়াট পাওয়ার শোষণ করে।
ধরে নিই, মনিটর ও সিপিইউ মিলে একসাথে ২৩০ ওয়াট শক্তি শোষণ করে। কম্পিউটার যদি দিনে ৮ ঘন্টা করে তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কত হতে পারে তা নির্ণয় করবো।
মোট পাওয়ার = ২৩০ ওয়াট ☓ ৮ ঘন্টা ✕ ৩০ দিন = ৫৫২০০ ওয়াট-ঘন্টা
১০০০ ওয়াট-ঘন্টা = ১ কিলো ওয়াট-ঘন্টা = ১ ইউনিট
∴ ৫৫২০০ ওয়াট-ঘন্টা = ৫৫.২ ইউনিট
বাংলাদেশের বর্তমান ট্যারিফ অনুযায়ী আপনার মোট বিদ্যুৎ খরচ ২০০ ইউনিটের কম হলে ইউনিট রেট হবে ৪.১৯ টাকা, ৬০০ ইউনিটের বেশি হলে ইউনিট রেট হবে ১২.০৩ টাকা। এছাড়া অন্যান্য স্টেপ গুলা ট্যারিফ প্ল্যান এ দেয়া আছে। আমরা সর্বোচ্চ ধরে হিসাব করছি।
তাহলে, সর্বোচ্চ মোট বিদ্যুৎ বিল = ৫৫.২ ✕ ১২.০৪ টাকা। = ৬৬৪ টাকা।
সর্বনিম্ন মোট বিদ্যুৎ বিল = ৫৫.২ ✕ ৪.১৯ টাকা। = ২৩১ টাকা।
বি: দ্র: এখানে উল্লখ্য কম্পিউটার সর্বোচ্চ পারফর্ম করলে এ ধরনের সর্বোচ্চ বিল আসবে। কিন্তু কম্পিউটার সবসময সর্বোচ্চ পারফর্ম নাও করতে পারে। সেক্ষেত্রে বিল কম হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন