ট্রান্সফরমার সমান্তরাল বা প্যারালাল অপারেশন |
একাধিক ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করার কারণ ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে সংক্ষেপে তুলে ধরবো এই পোস্টে। ট্রান্সফরমার প্যারালাল অপারেশন সম্পর্কে যা যা থাকছে...
- ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন বলতে কি বোঝায়?
- ট্রান্সফরমার প্যারালাল কেন করা হয়?
- ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের সুবিধা কি?
- ট্রান্সফরমার প্যারালাল অপারেশন এর শর্ত কি?
১. ট্রান্সফরমার প্যারালাল অপারেশন বলতে কি বুঝায়
একাধিক ট্রান্সফরমার এর আউটপুট যখন প্যারালাল করা হয় তখন তাকে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন বলে।
২. ট্রান্সফরমার প্যারালাল কেন করা হয়?
যখন একটি ট্রান্সফর্মার লোডে যথেষ্ট পাওয়ার/শক্তি সরবরাহ করতে পারে না তখন একাধিক ট্রান্সফরমারের সাহায্যে ব্যবস্থা করা হয়। অভিন্ন লোডে একাধিক ট্রান্সফরমারের পাওয়ার সরবর করার পদ্ধতিই হচ্ছে ট্রান্সফরমার প্যারালাল বা সমান্তরাল অপারেশন।
অনেক সময় চাহিদা বাড়ার সাথে সাথে লোড বৃদ্ধি পায়। বাড়তি লোডের চাহিদা পূরণের জন্য পূর্বের ট্রান্সফর্মার পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যা সিস্টেমের ব্যয় বৃদ্ধি করে। কিন্তু প্যারালাল অপারেশনের সাহায্যে পূর্বের ট্রান্সফরমার পরিবর্তন না করে তুলনামূলক স্বল্প খরচে উদ্ভূত সমস্যার সমাধান করা যায়। এক্ষেত্রে নতুন একটি ট্রান্সফরমার পূর্বের ট্রান্সফরমারের সাথে প্যারালালে সংযোগ করতে হয়।
৩. ট্রান্সফরমার প্যারালাল অপারেশন এর শর্ত
- সমান্তরাল বা প্যারালাল ট্রান্সফরমার সংযোগ করতে হলে ভোল্টেজ অনুপাত একই হতে হবে।
- সমান্তরালে ব্যবহার করতে হলে ট্রান্সফরমারের কারেন্ট MVA/kVA রেটিংয়ের সমানুপাতিক হতে হবে। আবার, ট্রান্সফরমারে প্রবাহিত কারেন্ট অভ্যন্তরীণ ইম্পিড্যান্সের উল্টানুপাতিক। অর্থাৎ MVA/kVA রেটিং অভ্যন্তরীণ ইম্পিড্যান্সের উল্টানুপাতিক হতে হবে।
- সমান্তরালে যুক্ত সকল ট্রান্সফরমারের পোলারিটি একই হতে হবে, অন্যথায় ট্রান্সফরমারে প্রবাহিত বিশাল সর্কুলেটিং কারেন্ট তৈরি হবে। যার ফলে লোডে কোনো কারেন্ট প্রবাহিত হবে না।
- ফেজ সিকোয়েন্স বা যে ক্রমে ফেজগুলো তাদের সর্বোচ্চ মানে পৌঁছায়, সমান্তরালে সংযুক্ত ট্রান্সফরমারের ক্ষেত্রে তা একই হতে হবে। অন্যথায়, এসি প্রবাহের প্রতি সাইকেলে এক জোড়া ফেজ শর্ট সার্কিট তৈরি হবে।
ট্রান্সফরমারের সমান্তরাল অপারেশনের জন্য উপরে উল্লিখিত শর্তগুলি অনুসরণ করা অত্যাবশ্যক। তা না হলে ট্রান্সফরমার গুলোতে সারকুলেটিং কারেন্ট প্রবাহিত হবে এবং তাপের উদ্ভব ঘটবে। ফলে $i^2R$ আকারে পাওয়ার লস ঘটবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন