যেকোন ইলেকট্রিক্যাল মেশিনের একটি প্রধান পাওয়ার শোষণকারী উপাদান হচ্ছে কোর। কোরে যে পাওয়ার লস হয় তা কোর লস নামে পরিচিত। তবে কোন কোন মেশিনের ক্ষেত্রে এটি লস না হয়ে পাওয়ার কনভার্সনে সহযোগী উপাদান হিসেবে কাজ করে (যেমন, ইন্ডাকশন হিটার)। কোর লসকে ট্রান্সফরমারের, মোটর, অল্টারনেটর অথবা জেনারেটরের ধ্রুব লস (Constant loss) ধরা হয়।
কোন ইলেকট্রিক্যাল মেশিনে কোরলস দুটি কারণে ঘটে, (১) হিসটেরেসিস কারেন্ট এবং (২) এডি কারেন্ট। এই পোস্টে হিসটেরেসিস লস নিয়ে আলোচনা করব। এডি কারেন্ট লস সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়তে পারেন।
- এডি কারেন্ট লস সম্পর্কে বিস্তারিত
- হিসটেরেসিস বলতে কী বোঝায়
- এর সুবিধা, অসুবিধা কী
- কমানো বা বাড়ানো যায় কীভাবে
হিসটেরেসিস
হিস্টেরেসিস বলতে বোঝায় কোন পদার্থের ভৌত অবস্থা বা বৈশিষ্ট্যের এমন পরিবর্তন যা তার পূর্ববর্তী সময় কেমন অবস্থায় ছিল তার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, একটি চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বকের একাধিক সম্ভাব্য চৌম্বকীয় ভ্রামক থাকতে পারে, যা অতীতে ক্ষেত্রটি কীভাবে পরিবর্তিত হয়েছিল তার উপর নির্ভর করে।
চুম্বকীয় শক্তি প্রয়োগ করা হলে চৌম্বকীয় পদার্থের অণুগুলি একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধ হয় ও চুম্বকে পরিনত হয়। এবার যখন এই চৌম্বক শক্তির বিপরীতে শক্তি প্রয়োগ অর্থাৎ বিপরিত মেরুর চুম্বক তৈরির চেষ্টা করা হয়, তখন আণবিক চুম্বকের অভ্যন্তরীণ ঘর্ষণ বিপরীত চুম্বকত্ব তৈরি হতে বাঁধা প্রদান করে। এতে পদার্থটি প্রথমে চুম্বকত্ব হারায় এবং পরে বিপরীত মেরুর চুম্বকে পরিণত হয়। যার ফলে ম্যাগনেটিক হিস্টেরেসিস লুপের সৃষ্টি হয়।
ট্রান্সফরমার, জেনারেটর বা যেকোনো এসি মেশিনে যেহেতু বারবার চুম্বকিকরণ ও বিচুম্বকিকরণ ঘটনা ঘটতে থাকে তাই উপরে উল্লেখিত হিস্টেরেসিস লুপের পুনরাবৃত্তি ঘটতে থাকে। এর ফলে পাওয়ার লস উল্লেখযোগ্য হারে ঘটে।
সংজ্ঞা: বারবার চুম্বকিকরণ ও বিচুম্বকীকরণ এর কারনে আণবিক চুম্বকের অভ্যন্তরীণ ঘর্ষণের বিরুদ্ধে কাজ করে চুম্বক তৈরি করতে একটি শক্তির প্রয়োজন হয় যা তাপশক্তি আকারে প্রকাশ পায়। পদার্থের ম্যাগনেটিক হিস্টেরেসিসের কারণে তৈরি এই তাপশক্তিকে হিস্টেরেসিস লস (Hysteresis Loss) বলা হয়।
হিস্টেরেসিস কারেন্টের সুবিধা/অসুবিধা
হিস্টেরেসিস লসের কারণে এসি মেশিনের কোরে অত্যধিক তাপের উদ্ভব ঘটে। অত্যধিক তাপ ইন্সুলেশন ও কয়েলের ক্ষতি করতে পারে। ট্রান্সফর্মার, মোটর বা জেনারেটরের ক্ষেত্রে এই তাপ খুবই ক্ষতিকর। তাই তাপ উৎপাদন যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এছাড়া উৎপন্ন তাপ অপসারণেরও ব্যবস্থা রাখতে হয়।
হিস্টেরেসিস লস কমানোর উপায়
হিস্টেরেসিস লস কম রাখার জন্য প্রথমে নিচের হিস্টেরেসিস পাওয়ার সমীকরণটি দেখে নিই।
- হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম এমন উপাদান ব্যবহার করে হিস্টেরেসিস লস কমানো যায়। তাই ট্রান্সফরমারের কোর ডিজাইন করার সময় উচ্চ গ্রেড বা সিলিকা ইস্পাত ব্যবহার করা যেতে পারে কারণ এর হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল খুবই কম।
- ল্যামিনেশনের সংখ্যা বাড়িয়ে এই লস হ্রাস করা যেতে পারে। ল্যামিনেশন যা প্লেটের মধ্যে কম ফাঁক দিয়ে সরবরাহ করা হয়।
- হিস্টেরেসিস কম এমন নরম ধাতুর কোর (যেমন সিলিকন স্টিল) নিয়ে হিস্টেরেসিস লস হ্রাস করা যেতে পারে।
- এই লস প্রধানত ফ্লাক্সের ঘনত্ব, কোর এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন