P-N জংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসের সময় কারেন্ট প্রবাহ করে ও রিভার্স বায়াসের সময় কারেন্ট ব্লক করে। ডায়োডের এই অনন্য বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ডায়োড রেকটিফায়ার কাজ করে।
আজকের পোস্টে যা যা থাকছেঃ- হাফ ওয়েভ রেকটিফায়ার
- ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার
- সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার
হাফ ওয়েভ রেকটিফায়ার
হাফ ওয়েভ রেকটিফায়ার এসি ভোল্টেজ বা কারেন্টের ধনাত্মক বা ঋণাত্মক অর্ধ সাইকেলকে ডিসি ভোল্টেজ বা কারেন্টে রূপান্তর করে। এক্ষেত্রে P-N জংশন ডায়োড AC সিগন্যালের যেকোনো একটি অর্ধ সাইকেলে ফরোয়ার্ড বায়াস পায়। ফলে অর্ধ সাইকেল রেকটিফাই হয়। নিচে হাফ ওয়েভ রেকটিফায়ারের একটি সার্কিট দেখানো হলো।
হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট |
এখানে ইনপুট এসি সিগন্যালকে যদি দুটি অর্ধ সাইকেলে ভাগ করা হয়, তাহলে ধনাত্মক অর্ধ সাইকেলে ডায়োড D1 ফরোয়ার্ড বায়াস পায় এবং লোড $R_L$ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আবার ঋণাত্মক অর্ধ সাইকেলে ডায়োড D1 রিভার্স বায়াস পায়। ফলে তখন লোড $R_L$ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। এভাবে লোড $R_L$-এর মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিক দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ আমরা বলতে পারি এসি সিগন্যাল ডিসিতে রেকটিফাই হয়েছে।
ফুল ওয়েভ রেকটিফায়ার
এই সার্কিট এসি ভোল্টেজ বা কারেন্টের ধনাত্মক ও ঋণাত্মক উভয় সাইকেলকে ডিসি ভোল্টেজ বা কারেন্টে রেকটিফাই করে। এক্ষেত্রে একাধিক P-N জংশন ডায়োড ব্যবহার করা হয় এবং AC সিগন্যালের উভয় অর্ধ সাইকেলে এক/একাধিক ডায়োড ফরোয়ার্ড বায়াস পায়। ফলে পূর্ণ সাইকেলের জন্য রেকটিফাই পাওয়া যায়। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের। তা নিচে ব্যাখ্যা করা হলো।
ক। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার
ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে চারটি ডায়োডের একটি ব্রিজ ব্যবহার হয়। ইনপুটের উভয় অর্ধ সাইকেলের জন্য একজোড়া P-N জংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় এবং আউটপুটে ডিসি সাপ্লাই পাওয়া যাবে। নিচে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট চিত্রসহ ব্যাখ্যা করা হলো।
|
উপরের সার্কিটে এসি সিগন্যাল প্রয়োগ করা হলে ধনাত্মক অর্ধ সাইকেলে ডায়োড D2 ও D3 ফরোয়ার্ড বায়াস পাবে এবং ডায়োড D1 ও D4 রিভার্স বায়াস পাবে। আউটপুট অর্থাৎ লোড দিয়ে ডিসি পাওায়া যাবে। অনুরূপভাবে ঋণাত্মক অর্ধ সাইকেলে ডায়োড D1 ও D4 ফরোয়ার্ড বায়াস পাবে এবং ডায়োড D2 ও D3 রিভার্স বায়াস পাবে। ফলে লোড দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হবে। এভাবে উভয় অর্ধ সাইকেল রেকটিফাই হবে।
খ। সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার
সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ারে একটি সেন্টার টেপড ট্রান্সফরমার ও দুটি P-N জংশন ডায়োড ব্যবহার করা হয়। ইনপুটের উভয় অর্ধ সাইকেলের জন্য একটি P-N জংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় ও অন্যটি রিভার্স বায়াস পায়। ফলে আউটপুটে উভয় অর্ধ সাইকেলের জন্য ডিসি সাপ্লাই পাওয়া যাবে। নিচে সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট চিত্রসহ ব্যাখ্যা করা হলো।
সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট |
এখানে ধনাত্মক অর্ধ সাইকেলে ডায়োড D1 ফরোয়ার্ড বায়াস পাবে এবং ডায়োড D2 রিভার্স বায়াস পাবে। ফলে লোডের এক দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। অনুরূপভাবে, ধনাত্মক অর্ধ সাইকেলের সময় ডায়োড D2 ফরোয়ার্ড বায়াস পাবে এবং ডায়োড D1 রিভার্স বায়াস পাবে। ফলে লোডের একই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এভাবে উভয় অর্ধ সাইকেল রেকটিফাই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন