বেশিরভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করার জন্য ডিসি ভোল্টেজ প্রয়োজন। কিন্তু সাপ্লাই লাইনে থাকে এসি ভোল্টেজ। তাই এমন একটি ডিভাইসের প্রয়োজন যা সাপ্লাই এসি ভোল্টেজ বা কারেন্টকে ডিসি ভোল্টেজ বা কারেন্টে রুপান্তর করে দিবে। এক্ষেত্রে P-N জংশন ডায়োড এমন একটি ডিভাইস যা ফরোয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহ ঘটায় এবং রিভার্স বায়াসে কারেন্ট ব্লক করে। অর্থাৎ ডায়োড বৈদ্যুতিক প্রবাহকে শুধুমাত্র এক দিকে প্রবাহিত হতে দেয়। ডায়োডের এই অনন্য বৈশিষ্ট্য ব্যবহার করে রেকটিফায়ার তৈরি।
আজকের পোস্টে যা যা থাকছ
- রেকটিফায়ার কি
- রেকটিফায়রের প্রকারভেদ
- আনকন্ট্রোল্ড রেকটিফায়ার
- হাফওয়েভ রেকটিফায়ার
- ফুলওয়েভ রেকটিফায়ার
- কন্ট্রোল্ড রেকটিফায়ার
- রেকটিফায়ার এর ব্যবহার
রেকটিফায়ার কি
রেকটিফায়ার হলো এমন এক ইলেকট্রনিক ডিভাইস যা এক বা একাধিক ডায়োড ব্যবহার করে এসিকে ডিসিতে রূপান্তর করে। রেকটিফায়ার ডায়োড একমুখী ভালভ হিসাবে আচরণ করে যা কারেন্টকে এক দিকে যেতে দেয়। রেকটিফায়ার সার্কিট যে কাজ করে তা রেকটিফিকেশন হিসাবে পরিচিত। রেকটিফিকেশনের কাজে P-N জংশন ডায়োড ছাড়াও সলিড-স্টেট ডায়োড, ভ্যাকুয়াম টিউব ডায়োড, পারদ-আর্ক ভালভ, এস.সি.আর. ইত্যাদি ব্যবহার হতে পারে।
রেকটিফায়ার সার্কিটের প্রকারভেদ
- সিঙ্গেল ফেজ রেকটিফায়ার
- থ্রেফেজ রেকটিফায়ার
কন্ট্রোল সিগন্যালের উপর ভিত্তি করে রেকটিফায়ার সার্কিট প্রধানত দুই প্রকার; যথা -
- আনকন্ট্রোল্ড রেকটিফায়ার
- কন্ট্রোল্ড বা নিয়ন্ত্রিত রেকটিফায়ার
আনকন্ট্রোল্ড রেকটিফায়ার
যে রেকটিফায়ারে পাওয়ার রূপান্তরকারী ডিভাইস হিসাবে অনিয়ন্ত্রিত পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয় তাকে অনিয়ন্ত্রিত রেকটিফায়ার বলে। ডায়োড ভিত্তিক রেকটিফায়ার অনিয়ন্ত্রিত বা আনকন্ট্রোল্ড রেকটিফায়ার।
আনকন্ট্রোল্ড রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়তে পারেন।
- হাফ ওয়েভ রেকটিফায়ার
- ফুল ওয়েভ রেকটিফায়ার
- ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার
- ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার
কন্ট্রোল্ড রেকটিফায়ার
- SCR ভিত্তিক কন্ট্রোল্ড বা নিয়ন্ত্রিত রেকটিফায়ার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন