মূলত শিরোনামে থাকা প্রশ্নটি করেছেন এই ব্লগের একজন ফলোয়ার। উত্তরটি তার পার্সোনাল ইমেইলে প্রেরণ না করে ব্লগ পোস্টে দিচ্ছি, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারেন।
মূল আলোচনায় ফিরে আসি অর্থাৎ একাধিক ভিন্ন মানের ভোল্টেজ সোর্স সমান্তরাল সমন্বয় বা প্যারালাল করলে কী ঘটে?
আমরা জানি, চার্জ/কারেন্ট উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ যদি একটি ব্যাটারিকে চার্জ করতে চাই তাহলে ব্যাটারির চেয়ে বেশি ভোল্টেজ এতে প্রয়োগ করতে হবে।
দুটি ভোল্টেজ সোর্স প্যারালালে সংযুক্ত করলে কি ঘটনা ঘটবে তা সোর্স দুটির ভোল্টেজ পার্থক্যের উপর নির্ভর করে নিচের তিনটি (প্রকৃতপক্ষে দুটি) ঘটনা ঘটতে পারে।
- একই মানের দুটি ভোল্টেজ সোর্স প্যারালাল করা
- কম মানের ভোল্টেজ সোর্সের সাথে বেশি মানের ভোল্টেজ সোর্স প্যারালাল করা
- বেশি মানের ভোল্টেজ সোর্সের সাথে কম মানের ভোল্টেজ সোর্স প্যারালাল করা
একই মানের ভোল্টের সোর্স প্যারালাল করা হয় কেন?
একই মানের দুটি ভোল্টেজ সোর্স প্যারালাল করা হলে একটি সোর্স হতে অন্য সোর্সে কোন কারেন্ট ব্যবহৃত হয় না। উদাহরণস্বরূপ, A ও B একই মানের দুটি ভোল্টেজ সোর্স প্যারালালে আছে। এখন ১নং লুপে, লুপ ভোল্টেজ বের করার জন্য কার্শপের ভোল্টেজ ল' প্রয়োগ করে পাই, $V_{loop}=V_A-V_B$ $=V_A-V_A =0$ অর্থাৎ এই ধরনের সংযোগে অভ্যন্তরীণ লুপ ভোল্টেজ শূন্য এবং ভোল্টেজ না থাকায় লুপ কারেন্টও শূন্য।
সাধারণত ভোল্টেজ সোর্স প্যারালাল করা বলতে একই মানের একাধিক ভোল্টেজ সোর্স প্যারালাল করাকেই বোঝায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন