ESP8266 বা NodeMCU তে প্রথম কোড লিখা, কোড আপলোড এবং রান করতে হলে প্রথমে আরডুইনোতে বোর্ড ইনস্টল থাকতে হবে। সংশ্লিষ্ট বোর্ড ইনস্টল না থাকলে নিচের লিংকে ইনস্টল করার প্রক্রিয়া দেয়া হলো।
আরডুইনোতে ESP-র প্রোগ্রাম লেখা ও আপলোড করার ধাপ
১. কম্পিউটারে থাকা Arduino IDE সফটওয়্যারটি চালু করে একটি নতুন প্রজেক্ট খুলে নিতে হবে। পরবর্তী কাজের পূর্বে প্রজেক্ট save করে নিতে হবে।
৩. এরপর মেনু বারের tools>>com port থেকে পোর্ট সিলেক্ট করতে হবে। উল্লেখ্য আরডুইনো আইডিই-তে com port 1 ব্যতীত পোর্ট না দেখালে কি করতে হবে তা জেনে নিন এই পোস্ট থেকে।
৪. কোড:
৫. এরপর উপরের কোড আপলোড করবো। উপরের প্রোগ্রামটি মূলত Built in LED কিছুক্ষণ(1000 mili second or 1 second) পরপর অন/অফ করবে। কোড লিখা হয়ে গেলে মেনু বারের tools>>sketch থেকে compile and upload ক্লিক করলে প্রোগ্রাম আপলোড হতে শুরু করবে। প্রোগ্রাম আপলোড হয়ে গেলে নিচের দেয়া ছবির মতো দেখাবে।
৬. এরপর ESP বোর্ডের RST বাটন প্রেস করলে নিচের ছবির মতো আউটপুট পাওয়া যাবে।
ESP8266 বার ESP32 এর প্রথম প্রোগ্রাম |
উল্লেখ্য এখানে ESP8266/ESP32 এর জন্য তিনটি বিল্ট ইন ফাংশনের কাজ শিখতে পারবেনঃ
- pinMode() => এর মাধ্যমে কোন পিনকে ইনপুট বা আউটপুট হিসেবে ঘোষণা করা হয়।
- digitalWrite() => এর মাধ্যমে কোনো আউটপুট পিনের লজিক পরিবর্তন করা হয়।
- delay() => এর মাধ্য প্রয়োজনীয় সময়ের জন্য MCU এর কাজ থামিয়ে রাখা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন