আরডুইনো এনভাইরনমেন্ট বা আরডুইনো IDE-তে ESP32 অথবা NodeMCU(ESP8266) নিয়ে কাজ করতে চাইলে প্রথম কাজ হচ্ছে ESP32 বা ESP8266 বোর্ড ও এর জন্য প্রয়োজনীয় লাইব্রেরী ইনস্টল করা। নিচে ইনস্টলেশন এর প্রয়োজনীয় ধাপ গুলো দেখানো হলো।
ক। Arduino IDE ওপেন করে File > Preference এ ক্লিক করি।
খ। এরপর Aditional Board Manager URL এ নিচের লিঙ্কটি কপি-পেস্ট করে OK করতে হবে। উল্লেখ্য এখানে যদি আগে কোন লিঙ্ক থাকে তাহলে কমা (,) দিয়ে এই লিঙ্ক পেস্ট করুন।
নিচের দেয়া টেক্সট বক্সে esp32 ও esp8266 উভয়ের জন্য জেসন ফাইলের URL কমা দিয়ে আলাদা করা আছে। চাইলে যে কোন একটি অথবা দুটিই ইন্সটল করে নিতে পারেন।
গ। এরপর Tools > Board > Board Manager এ গিয়ে ESP8266 বা ESP32 লিখে সার্চ করুন। এখান হতে ESP8266 by ESP8266 Community বা ESP32 Community ইনস্টল করুন।
ঘ। এরপর Tools > Port হতে Com Port সেলেক্ট করুন। উল্লেখ্য (i) COM1 Port ব্যতিত সেলেক্ট করুন; (ii) কম্পিউটারের সাথে বোর্ড সংযুক্ত না থাকলে অন্য পোর্ট দেখাবে না। (iii) usb ক্যাবলের সাহায্যে ESP32 সংযোগ করলে প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল হবে এবং com port দেখাবে। যদি ESP32/NodeMCU এর জন্য com port না দেখায় তাহলে কী করবেন তা এই পোস্ট থেকে দেখে নিন ।
এখন আরডুইনো ESP32 বা ESP8266-তে প্রোগ্রাম আপলোড করার জন্য প্রস্তুত। আগামী পোস্টে প্রোগ্রাম আপলোড পড়ার আমন্ত্রণ জানিয়ে এই পোস্ট এখানেই শেষ করছি।
হ্যাপি IoT কোডিং....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন