স্লিপ রিং এক ধরনের যন্ত্র বা যন্ত্রাংশ বিশেষ যা কোনো ঘূর্ণমান যন্ত্রের সাথে এমন ভাবে যুক্ত থাকে যেন স্থির অংশ হতে ঘূর্ণমান অংশে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা শক্তি সরবরাহ করা যায়। একটি স্লিপ রিং প্রাথমিকভাবে কার্বন ব্রাশ ও ঘুর্ণয়মান ধাতব রিং এর সমন্বয়ে গঠিত।
ব্যবহারের ভিত্তিতে স্লিপিং ব্যবহার করে সিগন্যাল বা শক্তি দুটিই সরবরাহ করা হয়ে থাকে। তাই স্লিপ রিং এর গঠনে সামান্য পার্থক্য থাকতে পারে। কারণ শক্তি সরবরাহের ক্ষেত্রে ইনসুলেশন এর উপর বেশি গুরুত্ব দেয়া হয় অন্যদিকে সিগন্যাল সরবরাহের সময় ব্যান্ডউইথের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়।
স্লিপ রিং ইন্ডাকশন মোটরের শক্তি সরবরাহ করার জন্য স্লিপ রিং ব্যবহার করা হয়। আবার স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে স্লিপ রিং ব্যবহার করা হয় অতিরিক্ত রেজিস্ট্যান্স যোগ করার জন্য যেন মোটরের গতি নিয়ন্ত্রণ করা যায়।
বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল ঘূর্ণায়মান প্ল্যাটফর্মের ক্ষেত্রে সিগন্যাল ও শক্তি উভয়ই ট্রান্সফার করার জন্য স্লিপ রিং ব্যবহার করা হয়।
নির্দিষ্ট পাকে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে স্লিপ রিং এর বিকল্প সম্ভব তবে ব্যবহারের স্থায়িত্বের ভিত্তিতে তা বেশিদিন ব্যবহারের উপযোগী হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন