বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার শূন্য হয় একথা ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স এর সাথে যুক্ত সকলের জানা থাকা জরুরী। এই পোস্টে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করবো।
সাধারণ ব্যাখ্যা
একটি ইন্ডাকটরে এসি পাওয়ার দিলে, প্রথম অর্ধ সাইকেলে ইন্ডাকটরে যে পরিমাণ ম্যাগনেটিক শক্তি সঞ্চয় করে দ্বিতীয় অর্ধ সাইকেলে ঠিক একই পরিমান শক্তি সরবরাহ করে। ফলে এটি পাওয়ারলাইন হতে যে পরিমান শক্তি টেনে নেয় ঠিক সেই পরিমাণ শক্তি ফিরিয়ে দেয়। একারনে গাণিতিক যুক্তিতে বলা যায়, একটি বিশুদ্ধ ইন্ডাকটর পাওয়ারলাইন হতে কোন শক্তি খরচ করে না। তবে এটি পাওয়ার লাইনে অনাকাঙ্ক্ষিত একটি কারেন্ট যোগ করে। এ নিয়ে বিস্তারিত লেখা হয়েছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার কৌশল নিয়ে পস্টে।
বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার
অর্থাৎ বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার শূন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন