ESP32 সকল পিন ইনপুট/আউটপুট হিসেবে ব্যবহার করা যায় না। যেসকল ইলেকট্রনিক্স খোশখেয়ালি IOT-র হাতেখড়ি হিসেবে ESP32 ব্যবহার করতছেন তাদের জন্য আজকের এই পোস্ট। যারা অ্যাডভান্স জানতে আগ্রহী তারা অনুগ্রহ পূর্বক অবশ্যই ড্যাটাশীট অনুসরণ করবেন।
বাংলাদেশে প্রাপ্ত বেশিরভাগ ESP32 মূলত ESP32S বা ESP32 DevKit V1 হয়ে থাকে। যার পিন লে-আউট অন্যান্য ESP32 এর মত হলেও কিছু পার্থক্য আছে। ফলে অনেক ইলেকট্রনিক্স শৌখিন অনলাইন ঘেটে বিভ্রান্ত হয়ে পড়েন।
নিচের সংগ্রহীত ছবিটি আশাকরি ESP32 এর ইনপুট/আউটপুট পিন সম্পর্কে ধারনা দিবে। এছাড়া একটি ছক দিচ্ছি যা আপনার পরবর্তি প্রজেক্টগুলো করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ESP32 ইনপুট/আউটপুট ব্যবহারের ধরন | GPIO পিন নম্বর |
---|---|
যেসকল পিন কোন শর্ত ছাড়া ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহার করা যায় | 2, 4, 13, 16-19, 21, 22, 23, 25, 26, 27, 32, 33 |
ESP32-এর যেসকল পিন শুধুমাত্র ইনপুট হিসেবে ব্যবহার করা যাবে | 34, 35, 36, 39 |
অনবোর্ড LED এর সাথে যুক্ত পিন | 2 |
যেসকল পিন startup অর্থাৎ booting-এর সময় PWM সিগন্যাল আউটপুট দেয় কিন্তু ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহার করা যাবে | 0(puled up), 5, 14, 15 |
যে পিন পুল-আপ বা পুল-হাই করা থাকলে বুট ফেইল(Boot fail) দেখাবে কিন্তু ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহার করা যাবে | 12, 15 |
যেসকল পিন কোন ভাবেই ইনপুট/আউটপুট ব্যবহার করা উচিত হবে না | 1, 3, 6, 7, 8, 9, 10, 11 |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন