সমাধান:
অনেক সময়ই নতুন বা প্রথমবার ইউএসবি ক্যাবলের সাহায্যে ESP32 কম্পিউটারের সাথে সংযোগ করার পর com port দেখায় না! সেক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়ে প্রকাশ করতেছি আজকের পোস্ট।
১। প্রথমে চেক করে নিন আপনার ইউএসবি কেবল টি ঠিক আছে কিনা। অর্থাৎ এটি শুধু চার্জার নাকি ডাটা কানেকশন ঠিক আছে সেই বিষয়ে নিশ্চিত হউন। অনেক সময় ইউএসবি কেবল সমস্যা থাকলে এমন হতে পারে।২। ১নং উপায়ে সমস্যার সমাধান না হলে লক্ষ্য করবেন কম্পিউটারের সাথে ডাটা কেবলের সাহায্যে esp32 সংযোগ করলে প্রথমে নিচের মতো নোটিফিকেশন আসবে।
প্রথমে উপরের ছবিটি আসবে এবং একটু পরেই নিচের ছবিটির মত নোটিফিকেশন দেখতে পাবেন।
উপরের নোটিফিকেশন দুটি কোন কারনে দেখতে না পেলে কম্পিউটারের সেটিংস থেকে ডিভাইসেস এ গেলে নিচের ছবির মত দেখতে পাবেন
এ থেকে নিশ্চিত হওয়া যাবে আপনার ইউএসবি ক্যাবলের মাধ্যমে ESP32 সংযোগ পেয়েছে কিন্তু এতে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করা নেই। এখন CP2102 USB to UART Driver ইনস্টল করে নিলে আপনার ESP32 ডিভাইসটি COM port পেয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন