প্রথম যুগের সার্কিট ব্রেকারগুলির মধ্যে একটি অন্যতম সার্কিট ব্রেকার হ'ল অয়েল সার্কিট ব্রেকার(Oil Circuit Breaker)। এর একটি মূল কারণ হচ্ছে খনিজ তেল গ্যাস বা বায়ুর চেয়ে ভাল অন্তরক বৈশিষ্ট্য বিশষ্ট অর্থাৎ এর ইনসুলেটিং স্ট্রেঙ্থ তুলনামূলক বেশি। বিভিন্ন সার্কিট ব্রেকার ব্যবহৃত ইনসুলেটিং পদার্থের তুলনামূলক ইনসুলেটিং নিচের ছকে উল্লেখ করা হলোঃ
ইনসুলেটর | ডাইইলেকট্রিক স্ট্রেঙ্থ |
---|---|
বাতাস | ৩ |
সালফার হেক্সাফ্লোরাইড (অপরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র) | ৭ |
সালফার হেক্সাফ্লোরাইড (অপরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র) | ৯ |
সিলিকন তেল, খনিজ তেল | ১০-১৫ |
ভ্যাকুয়াম (field emission limited) | ২০–৪০ (ইলেক্ট্রোডের আকৃতির উপর নির্ভরশীল) |
অয়েল সার্কিট ব্রেকারে খনিজ তেল একাধিক ফেজ পরস্পর হতে ও ফেজগুলোকে আর্থিং হতে ইন্সুলেট করার জন্য এবং সংযোগকারী পাত পরস্পর হতে বিচ্ছিন্ন করার সময় উৎপন্ন আর্ক নিভানোর জন্য ব্যবহৃত হয়।
তেলের মধ্যে বৈদ্যুতিক আর্ক উৎপন্ন হলে, তেলের কিছু অংশ বাষ্পীভূত করে এবং কিছু অংশ ভেঙে হাইড্রোজেন উৎপন্ন করে (অন্যান্য গ্যাস থাকলেও সিংহভাগই হাইড্রোজেন)। ফলে উৎপন্ন আর্ক হাইড্রোজেন বুদবুদ দ্বারা পরিবেষ্টিত থাকে। এই হাইড্রোজেনের বুদবুদ আর্ক হতে তাপ অপসারণে ভূমিকা রাখে। যার ফলে ডি-আয়োনাইজেশন ঘটে এবং আর্ক প্রশমিত হয়। অয়েল সার্কিট ব্রেকারের অসুবিধে হ'ল তেলের জ্বলনযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ (অর্থাৎ তেল পরিবর্তন এবং বিশুদ্ধ করণ) এর প্রয়োজনীয়তা।
অয়েল সার্কিট ব্রেকার CC: www.openelectrical.org |
তেলের মধ্যে বৈদ্যুতিক আর্ক উৎপন্ন হলে, তেলের কিছু অংশ বাষ্পীভূত করে এবং কিছু অংশ ভেঙে হাইড্রোজেন উৎপন্ন করে (অন্যান্য গ্যাস থাকলেও সিংহভাগই হাইড্রোজেন)। ফলে উৎপন্ন আর্ক হাইড্রোজেন বুদবুদ দ্বারা পরিবেষ্টিত থাকে। এই হাইড্রোজেনের বুদবুদ আর্ক হতে তাপ অপসারণে ভূমিকা রাখে। যার ফলে ডি-আয়োনাইজেশন ঘটে এবং আর্ক প্রশমিত হয়। অয়েল সার্কিট ব্রেকারের অসুবিধে হ'ল তেলের জ্বলনযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ (অর্থাৎ তেল পরিবর্তন এবং বিশুদ্ধ করণ) এর প্রয়োজনীয়তা।
বাল্ক অয়েল সার্কিট ব্রেকার (BOCB)
বাল্ক অয়েল সার্কিট ব্রেকার (বা বিওসিবি) এমন এক ধরণের সার্কিট ব্রেকার যেখানে তেলকে আর্ক নির্বাপনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এবং কারেন্ট বহনকারী পাত ও ব্রেকারের আর্থিং অংশগুলির মধ্যবর্তী অন্তরক (ইন্সুলেটর) হিসাবে কাজ করে। এখানে ব্যবহৃত তেল আর ট্রান্সফর্মারে ব্যবহৃত ইন্সুলেটিং তেল একই। এই সার্কিট ব্রেকার সাধারনত ১ কেভি থেকে ৩৩০ কেভি পর্যন্ত ভোল্টেজে ব্যবহার করা হয়।
আর্টিকেলটির হালনাগাদ চলছে। পূর্ণাঙ্গ পোস্ট করার জন্য আমাদের সাথেই থাকুন
আর্টিকেলটির হালনাগাদ চলছে। পূর্ণাঙ্গ পোস্ট করার জন্য আমাদের সাথেই থাকুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন